“ক্ষমা চাই না, শাস্তি হবেই!” কর্নেল কুরেশিকে নিয়ে মন্তব্যে বিপাকে বিজেপি মন্ত্রী

নয়াদিল্লি: কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে অশালীন মন্তব্য করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। ক্ষমা চেয়েও রেহাই পেলেন না। সোমবার সুপ্রিম কোর্ট তাঁর ক্ষমা প্রার্থনাকে…

Top court rejects Ministers apology

নয়াদিল্লি: কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে অশালীন মন্তব্য করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। ক্ষমা চেয়েও রেহাই পেলেন না। সোমবার সুপ্রিম কোর্ট তাঁর ক্ষমা প্রার্থনাকে ‘কুমিরের কান্না’ বলে কটাক্ষ করে জানিয়ে দেয় — “আমরা জানি কীভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়!”

‘অপারেশন সিন্দুর’-এর বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন কর্নেল সোফিয়া কুরেশি, সেনার একমাত্র মহিলা কর্তা হিসেবে। সেই সময়ই বিজয় শাহ তাঁর সম্পর্কে অশোভন ও কুরুচিকর মন্তব্য করেন, যা ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক।

   

সুপ্রিম কোর্টে যখন মন্ত্রী ক্ষমা চান, তখন বিচারপতি সূর্যকান্ত সাফ জানান —‘‘আপনি যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ চিন্তাহীন ও লজ্জাজনক। এই ক্ষমা আন্তরিক নয়। আদালত এমন মাফ চায় না। আমরা আইনের পথেই চলব।’’

কে কর্নেল সোফিয়া কুরেশি?

ভারতের সেনা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম কর্নেল কুরেশি। প্রথম মহিলা অফিসার হিসেবে তিনি রাষ্ট্রসংঘ মিশনে পুরুষ কন্টিনজেন্টকে নেতৃত্ব দেন। এখন ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে হওয়া অপারেশন সিঁদুরের অন্যতম মুখ ছিলেন তিনি।

Advertisements

রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া Top court rejects Ministers apology

বিজয় শাহের মন্তব্যকে ‘নোংরা রাজনীতি’ বলেই অভিহিত করেছেন বিরোধীরা। এক জন মহিলা সেনা কর্তার বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার অমার্জনীয় বলেই দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

এবার কী হতে পারে?

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ স্পষ্ট — শুধু ‘মাফ চাইছি’ বললেই আর রেহাই নেই। আদালতের কথায়, “We don’t need your apology. We know how to deal with this as per the law.” অর্থাৎ ‘‘তোমার ক্ষমা আমাদের দরকার নেই। আমরা জানি, আইন অনুযায়ী কীভাবে এর মোকাবিলা করতে হয়।” ফলে আইনিভাবে কড়া পদক্ষেপের আশঙ্কা প্রবল।

Bharat: Madhya Pradesh Minister Vijay Shah faces Supreme Court’s criticism for derogatory remarks against Colonel Sophia Qureshi. Court rejects his apology, calling it insincere.