Transfer window: এবারের মরসুম খুব একটা ভালো থাকেনি চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। দেশের প্রথম ডিভিশনের ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি ওয়েন কোয়েলের ছেলেদের পক্ষে। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। এই হতাশা ভুলে এবারের কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছে বিরাট বড় ব্যবধানে।
সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। আসলে বহু প্রত্যাশা নিয়ে এবছর দল গঠন করা হলেও আশানুরূপ ফল না হওয়ায় খুশি নয় ম্যানেজমেন্ট। পুরনো সমস্ত কিছু ভুলে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিতে মরিয়া দক্ষিণের এই আইএসএল জয়ীরা। সেক্ষেত্রে বেশকিছু বদল দেখা যেতে পারে দলের অন্দরে। আক্রমণভাগের পাশাপাশি বদল ঘটানো হতে পারে মাঝমাঠের বেশকিছু ফুটবলারদের। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যমের তরফে ব্যাপকভাবে উঠে আসছে একাধিক বিদেশি ফুটবলারদের নাম। তবে শুধুমাত্র নতুন ফুটবলার সই করানো নয়। দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে ও চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে দক্ষিণের এই ক্লাবের।
কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে আইএসএলের অন্যান্য ফুটবল ক্লাবগুলির প্রস্তাব। বিশেষ সূত্রপাত খবর, নয়া সিজনের ঘর গোছানোর ক্ষেত্রে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসির একাধিক ফুটবলারদের দলে নিতে মরিয়া প্রতিপক্ষ ক্লাবগুলি। গত কয়েক সপ্তাহ ধরে এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে কোনর শিল্ডসের নাম। কিন্তু তিনি একানন। এই হাইপ্রোফাইল ফুটবলারের পাশাপাশি ইরফান ইদওয়াদ সহ লালদিনপুইয়ার মতো ফুটবলারদের নাম ও শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমের তরফে।
সেই সমস্ত কিছু মাথায় রেখে এবার নিজেদের মেলে ধরার চ্যালেঞ্জ আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। কাজটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই বুঝতে পারছেন সকলে। শেষ পর্যন্ত আদৌ কারা থাকছেন এই ফুটবল দলে সেটাই দেখার।