নয়াদিল্লি: চারদিনের সংঘর্ষ, পাল্টা ড্রোন হামলা এবং সামরিক উত্তেজনার পর আপাত শান্তি৷ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ আধিকারিক, অর্থাৎ DGMOs শীঘ্রই ফের আলোচনায় বসছেন।
আসন্ন বৈঠকে পরিস্থিতি বিচার
সেনা সূত্রে খবর, আসন্ন বৈঠকে সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর তৈরি হওয়া পরিস্থিতি খতিয়ে দেখবেন দুই পক্ষ। এর আগে, ১০ মে একটি সমঝোতায় পৌঁছেছিল ভারত ও পাকিস্তান, যার মূল লক্ষ্য ছিল দু’দেশের মধ্যে আস্থা তৈরি এবং সীমান্তে টানাপোড়েন কমানো।
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “দুই DGMOs-র মধ্যে আলোচনার ভিত্তিতে সতর্কতা কমিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ জানানো হবে।”
পহেলগাঁও জঙ্গি হামলার পর উত্তেজনা India, Pak Extend Ceasefire
এই পরিস্থিতির সূত্রপাত হয়েছিল ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলা থেকে, যেখানে পাকিস্তানঘনিষ্ঠ জঙ্গিদের হাতে প্রাণ হারান ২৬ জন। তারই জবাবে ৭ ও ৮ মে রাতে ভারত চালায় ‘অপারেশন সিন্ধুর’—লক্ষ্য ছিল পাকিস্তান ও PoK-এর সন্ত্রাসবাদী ঘাঁটি।
পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় সীমান্ত অঞ্চলে ড্রোন ও রকেট হামলা চালায়। তবে ভারত সেসবের বড় অংশ প্রতিহত করতে সক্ষম হয় এবং এরপর পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি ও সামরিক স্থাপনায় প্রত্যাঘাত করে।
১০ মে থেকে শুরু যুদ্ধবিরতি
১০ মে সন্ধ্যায় দু’দেশ স্থল, আকাশ ও জলপথে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ রাখতে সম্মত হয়। যদিও পাকিস্তান সেই চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে অভিযোগ।
যুদ্ধের পরে এখন দুই পক্ষই কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী। সামনে ফের বৈঠক, নজরে থাকবে—এই শান্তি কতটা স্থায়ী হয়।
Bharat: India and Pakistan extend their ceasefire until May 18 after days of conflict. Top military officials (DGMOs) will meet again to discuss border situation and de-escalation following the Pahalgam attack and retaliatory actions. Focus on lasting peace.