Pak Drones Over Amritsar Destroyed
নয়াদিল্লি: সীমান্ত বরাবর উত্তেজনার পারদ চরমে। ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতীয় সেনার নিখুঁত প্রত্যাঘাতের পর থেকেই পরিস্থিতি দ্রুত রূপ নিচ্ছে এক অঘোষিত সীমান্ত সংঘাতে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভারতের একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানার চেষ্টা চালাচ্ছে। তবে অধিকাংশ হামলাই ভারতের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব হয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্রের জবাবে নির্ভুল পাল্টাঘাত, ধ্বংস পাক ঘাঁটি ও লঞ্চপ্যাড
প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, পাকিস্তানের ধারাবাহিক উসকানিমূলক কার্যকলাপের জবাবে ভারত শুক্রবার গভীর রাতে সীমান্ত সংলগ্ন একাধিক এলাকা থেকে সন্ত্রাসবাদী ড্রোন লঞ্চপ্যাড এবং সামরিক পোস্ট ধ্বংস করে। সেনা জানায়, ধ্বংস করা ওই ঘাঁটিগুলি থেকেই tube-launched ড্রোন পাঠানো হচ্ছিল ভারতের আকাশসীমায়।
পাকিস্তানের সামরিক ভিত্তি লক্ষ্য করে চালানো ভারতীয় প্রতিআক্রমণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডির নুর জাহান এয়ারবেস, চাকওয়ালের মুরিদ ঘাঁটি এবং ঝাংয়ের রফিকি বিমানঘাঁটি। এই ঘাঁটিগুলি পাকিস্তানের কৌশলগত সামরিক পরিকাঠামোর কেন্দ্রবিন্দু।
‘অগ্রহণযোগ্য’ ড্রোন আগ্রাসন: সেনার সতর্ক বার্তা Pak Drones Over Amritsar Destroyed
শনিবার ভোর ৫টা নাগাদ পাঞ্জাবের কাসা ক্যান্টনমেন্টের আকাশে একাধিক সশস্ত্র ড্রোনের উপস্থিতি নজরে আসে। দ্রুত প্রতিক্রিয়ায় ভারতীয় আকাশ প্রতিরক্ষা ইউনিট সেগুলিকে নিশানা করে ধ্বংস করে দেয়। “সার্বভৌমত্বের লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করা কখনোই মেনে নেওয়া হবে না,”— এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা।
পাক হামলায় ফের প্রাণহানি, সাইবার যুদ্ধেরও অভিযোগ
রাজৌরিতে এক সরকারি আধিকারিকের মৃত্যু এবং ফিরোজপুরে এক পরিবারের তিন সদস্যের গুরুতর আহত হওয়ার ঘটনায় উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। পাশাপাশি পাকিস্তান ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয় সাইবার আঘাত হেনেছে বলে অভিযোগ। একাধিক অঞ্চলে বিদ্যুৎ গ্রিড বিপর্যস্ত হয়েছে বলে জানাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি।
পাকিস্তানের এয়ারস্পেস বন্ধ, ‘ফতেহ-১’ প্রতিহত ভারতের প্রতিরক্ষা বাহিনী
পাল্টা জবাবের আশঙ্কায় পাকিস্তান শনিবার সকাল থেকে আকাশপথে সমস্ত বেসামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে। এদিকে, দিল্লির দিকে উৎক্ষেপণ করা ‘ফতেহ-১’ ক্ষেপণাস্ত্র ভারতীয় আকাশ প্রতিরক্ষা ইউনিট মাঝপথেই ধ্বংস করে দেয়।
IMF ঋণে ভারতের বিরোধিতা, সন্ত্রাসের আশ্রয়স্থল হিসেবে ফের কাঠগড়ায় পাকিস্তান
আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসে মদতের অভিযোগে কোণঠাসা পাকিস্তান। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) থেকে ২.৩ বিলিয়ন ডলারের ঋণ পেতে চলেছে পাকিস্তান। কিন্তু ভারতের স্পষ্ট অবস্থান— “যে দেশ সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করে, তারা আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার যোগ্য নয়।” এ কারণে ভারতের প্রতিনিধিরা ওই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকেন।
‘অপারেশন সিঁদুর’: কৌশলগত সাফল্য, আন্তর্জাতিক বার্তা স্পষ্ট
৬ মে রাতে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’ ইতিমধ্যেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলিতে বড়সড় ধাক্কা দিয়েছে। এই অভিযানে ভারত শুধু সীমান্ত রক্ষা করেনি, আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানের সন্ত্রাস-যোগের বিরুদ্ধে জোরাল বার্তা পাঠিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ৯/১১ হামলার মূল চক্রী ওসামা বিন লাদেন পাকিস্তানের আবোটাবাদেই লুকিয়ে ছিল, একথা আজ ইতিহাস।
সেনা সূত্রে স্পষ্ট— বর্তমান পরিস্থিতি যদি পাকিস্তানের তরফে আরও উসকানিমূলক দিকে যায়, তাহলে জবাব হবে আরও “কঠিন, নিষ্ঠুর ও কৌশলগতভাবে ধ্বংসাত্মক”।
Bharat: India retaliates against Pakistan’s terror bases after drone attacks, escalating border conflict. Indian forces destroy launchpads & airbases. Pakistan closes airspace, claims cyber attacks. India opposes IMF loan to Pakistan.