কলকাতা: বৃষ্টি আর মেঘলা আকাশের স্বস্তি খুব বেশি দিন টিকল না। ফের জ্বালাপোড়া গরমে নাভিশ্বাস উঠছে দক্ষিণবঙ্গের জনজীবনে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তাপপ্রবাহের প্রকোপ, যা আগামী সোমবার পর্যন্ত বজায় থাকতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গরমের আঁচ আরও বাড়াবে গোটা সপ্তাহান্ত।
তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তে পারদ ছুঁতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রির ঘর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমের কারণে অস্বস্তি আরও বাড়বে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা আপাতত একেবারেই নেই।
সপ্তাহান্তে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ দেখা দিতে পারে। এই জেলাগুলিতে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা রেকর্ড হতে পারে বলে পূর্বাভাস। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গেও পারদ চড়ছে Heatwave returns to South Bengal
এদিকে উত্তরবঙ্গেও পারদ চড়তে শুরু করেছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক ও গরম হাওয়ার কারণে তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি। মালদহ জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এর মধ্যেই আশার আলো জাগাচ্ছে বর্ষা। নির্ধারিত সময়ের অনেক আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশ ঘটতে পারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। হাওয়া অফিসের হিসাব বলছে, চলতি বছর ১৩ মে-র মধ্যেই বর্ষা প্রবেশ করতে পারে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। সাধারণত ২২ মে বর্ষা ঢোকে ওই অঞ্চলে। গত বছর প্রবেশ করেছিল ১৯ মে। তবে এবার তা প্রায় ৯ দিন আগেই এসে পড়তে পারে বলে আশাবাদী আবহাওয়াবিদরা।
এই আগাম বর্ষার পূর্বাভাস যতটা না স্বস্তি, তার চেয়েও বড় প্রশ্ন — দক্ষিণবঙ্গে এই দাবদাহ চলবে কতদিন? তার উত্তর দেবে সময় আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর গতি।
West Bengal: South Bengal faces heatwave again after brief relief. Kolkata and other districts see rising temperatures, reaching 38-40°C this weekend. No rain expected. North Bengal also heating up, but rain possible in hills. Monsoon may arrive early in Andaman.