সীমান্ত সিল, মিসাইল প্রস্তুত: ‘সিঁদুর’-এর পর সতর্কতা রাজস্থান-পাঞ্জাবে

‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংসের একদিন পরেই সীমান্ত রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে চরম সতর্কতা জারি হয়েছে। কোনও রকম সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া…

India Pakistan Border Alert

‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংসের একদিন পরেই সীমান্ত রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে চরম সতর্কতা জারি হয়েছে। কোনও রকম সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া মোকাবিলায় বন্ধ করা হয়েছে সরকারি ছুটি, সীমাবদ্ধ করা হয়েছে জমায়েত, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান।

সরকারি ছুটি, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনী, বিশেষ করে পশ্চিম সীমান্তে সম্পূর্ণ প্রস্তুত। রাজস্থানের ১,০৩৭ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তে জারি হয়েছে ‘শুট-অ্যান-সাইট’ নির্দেশ। বিএসএফ পুরো সীমান্ত সিল করে দিয়েছে।

   

রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত জয়সলমের ও জোধপুরে ব্ল্যাকআউটের নির্দেশ জারি হয়েছে। কারণ, অন্ধকারে শত্রুপক্ষের আধুনিক যুদ্ধবিমানের হামলা চালানো কঠিন হয়। পাশাপাশি, সীমান্তবর্তী গ্রামগুলোতেও জারি হয়েছে সতর্কতা, তৈরি রয়েছে জরুরি ভিত্তিতে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা।

আকাশপথে টহল India Pakistan Border Alert

বায়ুসেনার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান গঙ্গানগর থেকে কচ্ছ পর্যন্ত আকাশপথে টহল দিচ্ছে। জোধপুর, কিশনগড় ও বিকানের বিমানবন্দর থেকে বেসামরিক উড়ান বন্ধ রাখা হয়েছে ৯ মে পর্যন্ত। সক্রিয় করা হয়েছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ও অ্যান্টি-ড্রোন ইউনিট।

বিকানের, শ্রীগঙ্গানগর, জয়সলমের ও বারমেরের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে চলমান পরীক্ষা। রেল এবং পুলিশের সমস্ত কর্মীর ছুটি বাতিল হয়েছে।

পাঞ্জাবেও একই সতর্কতা। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকারি সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। সীমান্তবর্তী জেলাগুলিতে পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে বড় জমায়েত।

৯টি স্থানে ২৪টি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পিওকে-তে লস্কর ও জইশ-নিয়ন্ত্রিত ৯টি স্থানে ২৪টি নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই অভিযানে কোনও সামরিক ঘাঁটি নয়, কেবল সন্ত্রাসবাদী প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে নিশানা করা হয়। এর মাধ্যমে কাশ্মীরের পাহেলগামে ২৬ নিরীহ মানুষের হত্যাকাণ্ডের জবাব দিয়েছে ভারত।

ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ‘‘এই পদক্ষেপ সুনির্দিষ্ট, সীমিত, দায়িত্বশীল এবং প্রতিক্রিয়ামূলক ছিল। কেবলমাত্র সন্ত্রাসবাদী পরিকাঠামো নষ্ট করাই লক্ষ্য ছিল।’’

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একে ‘যুদ্ধ ঘোষণার সমতুল্য’ বলে আখ্যা দিয়েছেন এবং পাল্টা ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

বর্তমানে পরিস্থিতি নজরে রাখছে গোটা দেশ। সীমান্তে শান্তি টিকিয়ে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

 Bharat: High alert in Rajasthan & Punjab after India’s ‘Operation Sindoor’ targets terror bases. Border sealed, schools closed, gatherings restricted amid retaliation fears.

Advertisements