Sri Lanka Airport Pahalgam Suspects
চেন্নাই: ভারতের পহেলগাঁও হামলায় জড়িত সন্দেহভাজন জঙ্গিরা শ্রীলঙ্কার কলম্বোয় পৌঁছাতে পারে, গোয়েন্দা সূত্রের খবর পেতেই শ্রীলঙ্কার বান্দারনাইক আন্তর্জাতিক বিমানবন্দরে চলল তল্লাশি অভিযান।
ভারতের গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, চেন্নাই থেকে শ্রীলঙ্কার কলম্বোয় আসা একটি ফ্লাইটে পহেলগাঁও হামলায় যুক্ত জঙ্গিরা থাকতে পারে। এই খবর পাওয়ার পর শ্রীলঙ্কার প্রশাসনকে সতর্ক করা হয় এবং বিমানটি কলম্বো বিমানবন্দরে অবতরণ করার পর তল্লাশি অভিযান শুরু হয়।
বিমানে ছয় সন্দেহভাজন জঙ্গি
শ্রীলঙ্কার পুলিশ সূত্রে জানানো হয়েছে, চেন্নাই থেকে কলম্বোয় আসা একটি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানে ছয়জন সন্দেহভাজন জঙ্গি রয়েছে, এমন সতর্কবার্তা ভারত থেকে পাঠানো হয়েছিল। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, তাদের ইউএল ১২২ বিমানটি শনিবার দুপুর ১১টা ৫৯ মিনিটে চেন্নাই থেকে কলম্বোয় পৌঁছায়। এরপরই স্থানীয় নিরাপত্তা বাহিনী প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তল্লাশি অভিযান চালায়।
বিমানটির পরবর্তী উড়ান সিঙ্গাপুরের উদ্দেশে নির্ধারিত ছিল, তবে তল্লাশি সম্পন্ন হওয়ার পরই বিমানে যাত্রীদের আবার যাত্রার জন্য প্রস্তুত করা হয়।
নিরাপত্তা ব্যবস্থার তীক্ষ্ণ নজরদারি Sri Lanka Airport Pahalgam Suspects
এই ঘটনা পহেলগাঁও হামলার পর ভারতের নিরাপত্তা ব্যবস্থার তীক্ষ্ণ নজরদারি ও শ্রীলঙ্কার সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রমাণ। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও হামলায় লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) জঙ্গি সংগঠনের হাত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয় এবং এর পরেই সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
তবে হামলার পরের দিনগুলিতে হামলাকারী জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, দক্ষিণ কাশ্মীরের কোনও একটি এলাকায় জঙ্গিরা আত্মগোপন করেছে।
শ্রীলঙ্কায় বিমান তল্লাশির ঘটনা দু’দেশের মধ্যে নিরাপত্তা বিষয়ে আরও গভীর সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে, বিশেষত যখন পহেলগাঁও হামলা ও সীমান্ত উত্তেজনা চলছে।
Bharat: Sri Lanka’s Bandaranaike Airport searched following Indian intelligence about potential Pahalgam attack suspects on a flight from Chennai. Learn about the security operation and India-Sri Lanka cooperation.