সাম্প্রতিক পারফরম্যান্স যাইহোক না কেন, ইস্টবেঙ্গলের (East Bengal) অতীত গৌরব চির উজ্বল। ক্লাবের সঙ্গে জড়িয়ে শতাব্দী প্রাচীন ইতিহাস। লাল হলুদ জার্সিতে যেমন খেলে গিয়েছেন কিংবদন্তি ভারতীয় ফুটবলাররা, তেমনই খেলেছেন উচ্চ মানের বিদেশীরাও।
Suley Musah
ইস্টবেঙ্গলে খেলা সেরা বিদেশি ডিফেন্ডারদের মধ্যে অন্যতম নাম। ১৯৯৮ সালে এসেছিলেন ক্লাবে। খেলেছিলেন সাতটি মরশুম। এশিয়ান কাপের চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য। অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন যথাযথ।
Jackson Egypong
সুলে মুশার সময়কার ফুটবলার। ইস্টবেঙ্গল ডিফেন্সের স্তম্ভ ছিলেন ঘানার এই তারকা। ১৯৯৮-৯৯ মরশুমে লাল হলুদ জার্সিতে ছিলেন ধারাবাহিক পারফর্মার।
Sammy Omollo
১৯৯৬ সালে এসেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের। কেনিয়ার এই ডিফেন্ডার দুটি মরশুমে ছিলেন দলে। সমর্থকদের ভালোবাসা পেয়েছিলেন অল্প সময়ের মধ্যেই। ২০১৫ সালে ইস্টবেঙ্গলের সহকারী কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি।
Uga Okpara
২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ছিলেন ইস্টবেঙ্গলে। ট্রেভর জেমস মর্গ্যানের সময়কার বিশ্বস্ত ডিফেন্ডার। ক্লাবের হয়ে জিতেছেন একাধিক কলকাতা লিগ এবং ফেড কাপ বিজয়ীর শিরোপা।
Majid Bishkar
ভারতে খেলে যাওয়া সর্বকালের অন্যতম সেরা বিদেশিদের মধ্যে একজন। ইস্টবেঙ্গলে ছিলেন মাত্র দুটি মরশুমে। তার মধ্যে ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন পাকাপাকিভাবে।
Mike Okoro
লাল হলুদ সমর্থকরা কখনও ভুলবেন না তাঁকে। ২০০২-০৪ এবং ২০০৫-০৬ মরশুমে খেলেছিলেন ইস্টবেঙ্গলে। এই সময়কালে তিনি জিতেছিলেন একাধিক জাতীয় লিগ খেতাব এবং ২০০৩ সালে জয় করেছিলেন আশিয়ান কাপ।