মুম্বই সিটি এফসিকে নিয়ে আবেগঘন পোস্ট নিকোলাওসের

শেষ সিজনে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। ফাইনালে তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে। সেই নিয়ে যথেষ্ট খুশির…

Nikolaos Karelis Shares Emotional Post Reflecting on Season With Mumbai City FC"

শেষ সিজনে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। ফাইনালে তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে। সেই নিয়ে যথেষ্ট খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে এই মরসুমে আর ও ভালো পারফরম্যান্স করার লক্ষ্য ছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাবের। সেইমতো অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট। গতবারের দল থেকে বাদ দেওয়া হয়েছিল একের পর এক তারকা ফুটবলারদের। তার পরিবর্তে একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের নিয়ে সেজে উঠেছিল মুম্বাই।

তারমধ্যে অন্যতম ছিলেন নিকোলাওস কারেলিস (Nikolaos Karelis)। পূর্বে জনপ্রিয় ফুটবল ক্লাব প্যানেটোলিকোস জিএফএসের সঙ্গে যুক্ত ছিলেন এই গ্ৰীক ফরোয়ার্ড। এছাড়াও ইউরোপের একাধিক ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন তিনি। এই সিজনেই প্রথমবারের মতো খেলতে এসেছিলেন ভারতে। ফরোয়ার্ড হিসেবে অধিক পরিচিত হলেও দলের প্রয়োজনে লেফট উইং থেকে ও উঠে আসতে পারেন এই গ্রীক তারকা। যা নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ যুক্ত করেছিল দলের মধ্যে। কিন্তু তবুও আশানুরূপ ফল পায়নি এই ফুটবল ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে ফান করার ক্ষেত্রে কালঘাম ছুঁটে গিয়েছিল এই দলের।

   
Nikolaos Karelis Shares Emotional Post Reflecting on Season With Mumbai City FC"
Nikolaos Karelis Shares Emotional Post Reflecting on Season With Mumbai City FC”

শেষ পর্যন্ত অন্যান্য দলগুলিকে টেক্কা দিয়ে নকআউটে উঠে আসলেও ছিটকে যেতে হয়েছে প্রথমেই। যা কিছুতেই ভালোভাবে নেই সমর্থকরা। এমনকি কলিঙ্গ সুপার কাপে অভূতপূর্ব পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও সেটা বজায় থাকেনি শেষ পর্যন্ত। যারফলে এবার খালি হাতেই শেষ হয়েছে মরসুম। তবে এখন থেকেই নতুন সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল দল। সেই অনুযায়ী বেশ কিছু বদল লক্ষ্য করা যেতে পারে দলের মধ্যে। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে নিকোলাওসের নাম? গত শুক্রবার নিজের সোশ্যাল সাইটে সেই সংক্রান্ত একটি পোস্ট করেন এই তারকা ফুটবলার।

Advertisements

যেখানে তিনি লেখেন, ” বহু ক্ষেত্রেই দলের পারফরম্যান্সে উত্থান এবং পতন ঘটেছে। তবে যা স্থির থেকেছে সেটা হল সমর্থকদের আবেগ। প্রতিটি দিন একটি জয় ছিল না ঠিকই তবে প্রতিদিন একটি পাঠ ছিল. ফুটবল আপনাকে লড়াই করতে, উঠতে, বিশ্বাস করতে শেখায়। কঠোর পরিশ্রম, বিপত্তি, জয় এবং সর্বোপরি, যে দলটি এটি করে চলেছে তাঁর জন্য গর্বিত। আবেগ কখনও কমে যায় না, কঠোর পরিশ্রম কখনও থামে না এবং আমি কখনই থেকে থাকবো না। ইশ্বরকে অসংখ্য ধন্যবাদ।”