Mohammedan SC: আইলিগের সর্বোচ্চ স্কোরার হওয়ার স্বপ্ন মহামেডানের মার্কাসের চোখে

নিজেও স্বপ্নের ছন্দে আছেন তার পাশাপাশি মহামেডান’কেও (Mohammedan SC) স্বপ্ন দেখাচ্ছেন আইলিগ জয়ের।ইতিমধ্যে আইলিগের সূচনা লগ্নের পর থেকে এখনও অবধি টানা ৪ টি ম‍্যাচ জিতে…

Mohammedan SC: আইলিগের সর্বোচ্চ স্কোরার হওয়ার স্বপ্ন মহামেডানের মার্কাসের চোখে

নিজেও স্বপ্নের ছন্দে আছেন তার পাশাপাশি মহামেডান’কেও (Mohammedan SC) স্বপ্ন দেখাচ্ছেন আইলিগ জয়ের।ইতিমধ্যে আইলিগের সূচনা লগ্নের পর থেকে এখনও অবধি টানা ৪ টি ম‍্যাচ জিতে দুরন্ত ছন্দে আছে সাদা কালো ব্রিগেড।মোট ১১ টি গোল করেছে দল,তার মধ্যে ৭ টি করেছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’র স্ট্রাইকার মার্কাস জোসেফ।

Advertisements

শনিবার ইন্ডিয়ান অ্যারোজের বিপক্ষে ম‍্যাচে’ও জোড়া গোল করেছেন তিনি,পরবর্তী সময়ে একটি সাক্ষাৎকারে সংবাদ মাধ‍্যম’কে মার্কাস জানিয়েছেন দুটো লক্ষ‍্য’কে সামনে রেখে এগোচ্ছেন তিনি, প্রথম’টা মহামেডান’কে আইলিগ জেতানোর, আর দ্বিতীয়’টি নিজের আইলিগের সর্বাধিক স্কোরার হওয়ার।এখনও অবধি নিজেদের পারফরম্যান্সে দারুণ খুশি মার্কাস,তবে আরও ভালো পারফরম্যান্স করতে হবে বলেই মত তার।নিজের ভালো পারফরম্যান্সের সিকিভাগ কৃতিত্ব দলকে দিয়েছেন তিনি, কারণ গোটা দল ভালো পারফরম্যান্স দেওয়ায়,তার উপর চাপটা খানিকটা কম পড়ছে।

   

প্রসঙ্গত,শনিবার নৈহাটি স্টেডিয়ামে আইলিগের ম‍্যাচে ইন্ডিয়ান অ্যারোজ’কে ৪-০ গোলে হারিয়ে দিয়েছিলো মহামেডান।এখনও অবধি আইলিগের আসরে একমাত্র অপরাজিত দল মহামেডান স্পোর্টিং।

Advertisements

ম‍্যাচের ১৮ মিনিট বা পায়ের জোড়ালো শটে মার্কাস জোসেফ এগিয়ে দেয় মহামেডান’কে, এক্ষেত্রে অ্যারোজের গোলকিপার সৈয়দ জাহিদের বিশেষ কিছু করার ছিলো না।ম‍্যাচের ৩০ মিনিটে ফের আরেক গোল করে জোসেফ।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে’র শুরু থেকেও দাপুটে ফুটবল খেলা শুরু করে মহামেডান। ফলস্বরূপ ৫১ মিনিটের মাথায় ফের আরও এক গোল করে যায় তারা,গোলদাতা আশির আখতার।৭২ মিনিটে ৪-০ ক‍রেন রুদোভিচ।অন‍্যদিকে ম‍্যাচে শতচেষ্টা সত্বেও গোলমুখ খুলতে ব‍্যার্থ অ্যারোজ।