জগন্নাথধামের দ্বারোদ্ঘাটনের আগে মহাযজ্ঞে মুখ্যমন্ত্রী, বিকেলে পূর্ণাহুতি

দিঘা: হাতে আর মাত্র একদিন৷ আগামীকাল অক্ষয় তৃতীয়ার পূণ্যতিথিতে দ্বারোদ্ঘাটন হবে দিঘার জগন্নাথ মন্দিরের৷ তার আগের দিন দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হল হোমযজ্ঞ৷ মঙ্গলবার সকাল…

Homa ceremony Jagannath Temple

দিঘা: হাতে আর মাত্র একদিন৷ আগামীকাল অক্ষয় তৃতীয়ার পূণ্যতিথিতে দ্বারোদ্ঘাটন হবে দিঘার জগন্নাথ মন্দিরের৷ তার আগের দিন দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হল হোমযজ্ঞ৷ মঙ্গলবার সকাল ৯টা নাগাদ শুরু হওয়া এই যজ্ঞ চলবে গোটা দিন ধরে। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পূর্ণাহুতি দেওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে এই মহাযজ্ঞ। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, এই যজ্ঞটি গত কয়েক দিনের চলা প্রক্রিয়ারই একটি অংশ। বিশেষ হোমযজ্ঞের মূল উদ্দেশ্য মন্দিরের শুদ্ধিকরণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের পূর্ণতা অর্জন। (Homa ceremony Jagannath Temple)

অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন

মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিন বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সৈকতনগরী দিঘায় শুরু হবে জগন্নাথধামের আনুষ্ঠানিক উদ্বোধন। মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগে মঙ্গলবারের মহাযজ্ঞের মধ্যে একটি বিশেষ আধ্যাত্মিক আভা দেখা গিয়েছে, যেখানে কয়েকটি কুণ্ডে এক কোটি মন্ত্রোচ্চারণের লক্ষ্যে যজ্ঞাদি চলেছে।

   

প্রসঙ্গত, গত শুক্রবার থেকেই মন্দির চত্বরে শুরু হয় এই যজ্ঞের প্রক্রিয়া। প্রথমে বাস্তুপুরুষের উদ্দেশে যজ্ঞ হয়েছিল, যার মাধ্যমে নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করার উদ্দেশ্য ছিল। এই যজ্ঞের পর দেবতার প্রসাদ অর্পিত হয়েছে অপদেবতার উদ্দেশে। এরপর থেকে গত কয়েকদিন ধরে নানা উপাচার এবং যজ্ঞাদি অনুষ্ঠিত হচ্ছে।

দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী Homa ceremony Jagannath Temple

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে দিঘায় পৌঁছে গেছেন এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারসহ অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষও উপস্থিত রয়েছেন। দিঘায় আসার পর মন্দিরের নির্মাণ কাজের প্রশংসা করেন মমতা। তিনি বলেন, “এই মন্দিরে ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’র মিলন ঘটেছে।”

মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানকে ঘিরে দিঘা শহর সেজে উঠেছে রঙিন আলোর জালে। শহরের বিভিন্ন হোটেল এবং সমুদ্রসৈকতে এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, সৈকতনগরীর বিভিন্ন জায়গায় অস্থায়ী মণ্ডপও নির্মিত হয়েছে, যাতে দর্শনার্থীরা সঙ্গতিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

বৃহস্পতিবার, কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী

মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর পরবর্তী দিন, বৃহস্পতিবার, কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। সেদিন রাতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দিঘা জগন্নাথ মন্দিরের নির্মাণ, যা পুরীর জগন্নাথধামের অনুকরণে তৈরি হয়েছে, সেটি কলিঙ্গ শিল্পকলার একটি নিদর্শন। মন্দিরে রয়েছে স্থাপত্যের অনবদ্য নিদর্শন, যা দিঘার সৌন্দর্যকে আরও এক নতুন মাত্রা দিয়েছে।

West Bengal: Digha Jagannath Temple set to open on Akshaya Tritiya! Grand ‘homam’ ceremony underway for purification. CM Mamata Banerjee to inaugurate. Get details on the temple opening rituals and significance.