শেষ মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। তাই এবার ও কিরঘিজ কোচ পেট্র ক্র্যাটকির উপরেই ভরসা রেখেছিল ম্যানেজমেন্ট। কিন্তু এবার বজায় থাকেনি সেই ধারা। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল বাগানের কাছে। তারপর ও আসেনি জয়। দ্বিতীয় ম্যাচে পরাজিত হতে হয় জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশিদিন। চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থইস্ট ইউনাইটেড। সবার কাছেই ধাক্কা খেতে হয় লালিয়ানজুয়ালা ছাংতেদের।
যার প্রভাব পড়েছিল লিগ টেবিলে। সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা। তবে সময়ের সাথে দল জয়ের সরণিতে ফিরে টুর্নামেন্টের সুপার সিক্স নিশ্চিত করলেও সেটা বজায় থাকেনি বেশিদিন। নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল মুম্বাই। তারপর সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। সেইমতো প্রথম থেকেই ছন্দে থেকেছে দল। দিনকয়েক আগেই তাঁরা পরাজিত করেছে ইন্টার কাশী ফুটবল দলকে। সেইসাথে এখন থেকেই নতুন মরসুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে রনবীর কাপুরের এই ফুটবল দল।
আসন্ন ফুটবল সিজনের জন্য বেশকিছু বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডে ও বেশকিছু পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে সিটি ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে আইএসএলের পাশাপাশি আইলিগের একাধিক ফুটবল ক্লাবের দিকে নজর রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের এই ফুটবল দলের। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে লালরামদিনসাঙ্গা রাল্টের নাম। বর্তমানে রিয়াল কাশ্মীরের সঙ্গে যুক্ত রয়েছেন এই মিডফিল্ডার। দলের জার্সিতে বাইশটি ম্যাচ খেলে একটি গোল রয়েছে বছর তেইশের এই ফুটবলারের।
নতুন মরসুমে তাঁকেই দলে নিতে আগ্ৰহী একাধিক ফুটবল ক্লাব। যার মধ্যে অনেকটা এগিয়ে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। কথাবার্তাও প্রায় চূড়ান্ত করে ফেলেছে এই ফুটবল দল। অন্যদিকে, মুম্বাই ছাড়াও তাঁকে দলে টানতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদ এফসি। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।