রিকভারি সেশন চনমনে মেজাজে বাগান ব্রিগেড

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুধু নাম নয় ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সফল একটি ফুটবল ক্লাব। যাদের বিপক্ষে খেলতে গিয়ে দিশেহারা হয়ে যেতে পারে যেকোনও…

Mohun Bagan in Super Cup 2025

মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। শুধু নাম নয় ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সফল একটি ফুটবল ক্লাব। যাদের বিপক্ষে খেলতে গিয়ে দিশেহারা হয়ে যেতে পারে যেকোনও দল। এই মরসুমে সেটাই প্রমানিত হয়েছে ব্যাপকভাবে। দেশের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে এক সিজনে আইএসএলের লিগশিল্ড জয় পাশাপাশি লিগ কাপ জয়ের রেকর্ড রয়েছে কলকাতা ময়দানের এই প্রধানের। এক কথায় যা ইতিহাস। তবে সেখানেই শেষ নয়। পালতোলা নৌকা ছুটে চলেছে এবারের কলিঙ্গ সুপার কাপের মতো সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টে। প্রি-কোয়ার্টার ফাইনালে বাই পাওয়ার দরুন টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে যায় মোহনবাগান।

Also Read | হায়দরাবাদ টেক্কা! রায়নার দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের

   

নির্ধারিত সূচি অনুযায়ী গত শনিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল সবুজ-মেরুন শিবির। প্রতিপক্ষ দলে নোয়া সাদাউ থেকে শুরু করে জেসুস জেমিনেজ এবং কোয়ামি পেপরাদের মতো ফুটবলাররা দলে থাকলেও তাঁর কোনো প্রভাব পড়েনি ম্যাচের মধ্যে। বরং রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের দাপটে কার্যত দিশেহারা পরিস্থিতি দেখা দিয়েছিল কেরালা দলের কাছে। সুহেল ভাটের পাশাপাশি সৌরভ ভানওয়ালার মতো ফুটবলারদের দাপুটে রক্ষণভাগ সামাল দিতেই কার্যত রক্ষণভাগ সামাল দিতেই দিশেহারা পরিস্থিতি দেখা দিয়েছিল কেরালা ব্লাস্টার্সের।

Also Read | ওয়েন কোয়েলকে বিদায় জানাতে চলেছে চেন্নাইয়িন?

Advertisements

শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে আসে যায়। যার ব্যবধানে আসে জয়। এবার সেমিফাইনালের লড়াই। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে মানোলো মার্কুয়েজ এফসি গোয়া। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তার আগে আজ রিকভারি সেশনে উপস্থিত ছিল দলের অধিকাংশ ফুটবলার। পুলের মধ্যে খোসমেজাজে দেখা যায় সাহাল আব্দুল সামাদদের। টিম হার্ডেলের পর দলের পরিকল্পনা নিয়েই আলোচনা করতে দেখা যায় ফুটবলারদের। যতদূর খবর, এবারের সেমিফাইনালে মূলত জাতীয় দলের কয়েকজন ফুটবলারদের পাশাপাশি একাধিক তরুণ ফুটবলারদের উপরেই ভরসা রাখতে চলেছেন বাস্তব রায়।

শেষ পর্যন্ত আদৌ সাফল্য আসে কিনা এখন সেদিকেই নজর থাকবে সকলের। দল ফাইনালে উঠতে পারলে নিঃসন্দেহে এক মরসুমে তারা তিনটি ট্রফি জয়ের রেকর্ড গড়বে মোহনবাগান।