Bengal By-Election: দলবদলুদের তৃণমূল প্রার্থী করায় নৈতিক জয় দেখছে বিজেপি

ফের বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে বিজেপি নেতা অনুপম হাজরা। রবিবার আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা…

ফের বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে বিজেপি নেতা অনুপম হাজরা। রবিবার আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে জানিয়েছেন, আসানসোল লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা এবং বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়। আর এতেই কিনা নৈতিক জয় দেখছে বিজেপি! এমনটাই ধারণা অনুপমের।

রবিবার প্রার্থী ঘোষণা হতেই বিজেপি নেতা অনুপম হাজরা নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘আমাদের দুই বিজেপি প্রার্থী তৃণমূলে গিয়ে উপনির্বাচনে টিকিট পাচ্ছে। এটাই আমাদের নৈতিক জয়।’

   

এদিন বালিগঞ্জের প্রার্থী হতেই বাবুল সুপ্রিয় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমাকে মানুষের জন্য কাজ করার সুযোগ দিলেন আরও একবার। পুরনো কথা কিছু বলতে চাই না। তবে, আমি আহত হয়ে রাজনীতি ছেড়েছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন, বাংলার মানুষের জন্য কাজ করতে হবে। সেই সুযোগ তিনি আমায় দিলেন।’