আইএসএলের পুনরাবৃত্তি! কোয়ার্টারে নর্থইস্টের মুখোমুখি জামশেদপুর

ইন্ডিয়ান সুপার লিগের মতো সুপার কাপেও দুরন্ত ছন্দে শুরু করেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলিঙ্গ স্টেডিয়ামে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল খালিদ জামিলের…

Jamshedpur FC vs NorthEast United

ইন্ডিয়ান সুপার লিগের মতো সুপার কাপেও দুরন্ত ছন্দে শুরু করেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলিঙ্গ স্টেডিয়ামে প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল খালিদ জামিলের ছেলেরা। প্রতিপক্ষ হিসেবে ছিল দুর্বল হায়দরাবাদ এফসি। সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গুলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল জামশেদপুর। দলের হয়ে এদিন গোল করেছিলেন যথাক্রমে জাভিয়ের সিভেরিও টোরো এবং স্টিফেন এজে। এই দুই বিদেশি ফুটবলারের করা গোলেই শেষ পর্যন্ত জয় সুনিশ্চিত করে ইস্পাত নগরীর এই ফুটবল দল।

সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। এই জয়ের সুবাদেই এবার কলিঙ্গ সুপার কাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল জামশেদপুর। যেখানে তাঁদের লড়াই করতে হবে হুয়ান পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। বলাবাহুল্য, এই হাইভোল্টেজ ম্যাচের পূর্বে বিকেলে সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল নর্থইস্ট ইউনাইটেড। বিরাট বড় ব্যবধানে তাঁদের বিপক্ষে এসেছে জয়। হ্যাট্রিক করেন আলাদিন আজারেই। স্বাভাবিকভাবেই ম্যাচটা যে যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে সেটা নতুন করে বলার অপেক্ষায় রাখে না।

   

গত মাসেই ইন্ডিয়ান সুপার লিগের নকআউট পর্বের ম্যাচে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে লড়াই করতে হয়েছিল জামশেদপুর এফসিকে। সেই ম্যাচে ভালো ফুটবল খেলেও পরাজিত হতে হয়েছিল এবারের ডুরান্ড জয়ী নর্থইস্টকে। সুযোগ বুঝেই সেই ম্যাচে গোল তুলে নিয়েছিল জামশেদপুর এফসির ফুটবলাররা। সময় বদলেছে। টুর্নামেন্টও বদলেছে। কিন্তু বদলায়নি প্রতিপক্ষ। এবার আইএসএলের ভুল ভ্রান্তি শুধরে বদলা নিতে তৎপর নর্থইস্ট ইউনাইটেড। ঠিকমতো নিজেদের একাদশ সাজাবেন স্প্যানিশ কোচ। ‌

অন্যদিকে জয়ের ধারা বজায় রাখতে চাইবেন খালিদ জামিল। আগামী ২৭ শে এপ্রিলের এই ম্যাচের দিকেই এখন নজর থাকবে সকলের। আলাদিন আজারেইয়ের পাশাপাশি স্টিফেন এজের মতো ফুটবলারদের থেকে বাড়তি প্রত্যাশা থাকবে সকলের।