কলকাতা: দীর্ঘদিনের ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। তবে সেই গরমের রেশ কাটিয়ে এবার কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে নামবে স্বস্তির বৃষ্টি। আগামী রবিবার (২৭ এপ্রিল) থেকেই শুরু হবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি, যা চলবে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত। ফলে তাপমাত্রা কিছুটা হলেও নামার সম্ভাবনা রয়েছে।
গরমের চূড়ান্ত পর্যায় চলছে কিছু জেলায়
এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে গ্রীষ্মের তাপপ্রবাহ। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। তার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতি চলবে আরও কয়েকদিন। তবে সপ্তাহান্তে আসন্ন বৃষ্টিপাত কিছুটা হলেও এই অসহ্য গরম থেকে রেহাই দিতে পারে।
কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টি? South Bengal Rain Forecast
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হবে। কোথাও কোথাও আবার দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত্ সহ ঝড়বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় রবিবার বিকেল বা সন্ধ্যার পর থেকেই শুরু হতে পারে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।
পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে রবিবার থেকে। সময় সময় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও, রবিবার সন্ধ্যার পর থেকে বৃষ্টি হতে পারে। হুগলি ও হাওড়াতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত।
উত্তরবঙ্গে টানা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা
উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের তুলনায় অনেক বেশি বৃষ্টিস্নাত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা—এই জেলাগুলিতে চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে ধস নামার আশঙ্কা থাকায় প্রশাসন ইতিমধ্যেই সতর্ক। আবহাওয়ার এই পরিস্থিতি আগামী সপ্তাহের শুরুতেও বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
স্বস্তি, কিন্তু সতর্কতা জরুরি
বৃষ্টি মানেই স্বস্তি—তবে সঙ্গে থাকে কিছু ঝুঁকিও। দমকা হাওয়ার কারণে গাছ পড়া, বৈদ্যুতিক বিপর্যয় ইত্যাদির সম্ভাবনা থাকে। তাই বৃষ্টির সময়ে সাবধানে চলাফেরা করার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।
এদিকে কৃষকরাও এই বৃষ্টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। অনেক জায়গায় জমিতে চাষ শুরু হবে এই বৃষ্টির জলের উপর ভিত্তি করে।
West Bengal: Relief from scorching heat is on the way for South Bengal! Alipore Met forecasts rain and thunderstorms starting this Sunday (April 27th) in Kolkata and other districts.