এবারের ফুটবল মরসুমের শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না ওডিশা এফসির (Odisha FC)। ধাক্কা খেতে হয়েছিল টানা দুইটি ম্যাচে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সময় এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল জগন্নাথের এই ফুটবল দল। কিন্তু গত বছরের শেষটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য। আটকে যেতে হয়েছিল দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। তবে নতুন বছর থেকেই একেবারে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল হুগো বুমোসরা। প্রথমেই তাঁরা পরাজিত করে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার মতো শক্তিশালী দলকে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। তবে পরের ম্যাচেই দুর্বল চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ওডিশার।
Also Read | সুপার কাপ নিয়ে আশাবাদী নোয়া সাদাউ, কী বললেন?
অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপর সেই ছন্দ বজায় রেখেই বেঙ্গালুরু এফসিকে টেক্কা দেয় মুর্তাজা ফলরা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে গোটা দলের। এই ছন্দ বজায় রেখেই হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছিল একবারের সুপার কাপ জয়ীদের। যারফলে স্বাভাবিকভাবেই কঠিন হয়ে উঠতে শুরু করেছিল সুপার সিক্সের লড়াই। টুর্নামেন্টের শেষ ম্যাচে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে জয় সুনিশ্চিত করে প্লে-অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলেও সেটা বজায় থাকেনি শেষ পর্যন্ত।
Also Read | ছিটকে গেল বেঙ্গালুরু! কীভাবে ম্যাচের রঙ বদলালেন বাবোভিচ?
নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে সুপার সিক্স নিশ্চিত করে ফেলে মুম্বাই সিটি এফসি। সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল সার্জিও লোবেরার ছেলেদের। সেইমতো নিজেদের প্রস্তুত করেছিল দলের ফুটবলাররা। গত বছর অল্পের জন্য খেতাব হাতছাড়া হলেও ঘরের মাঠে এবার সাফল্য পেতে বদ্ধপরিকর ছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। কিন্তু কাজের কাজ হল কোথায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আটকে যেতে হয় প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির কাছে। গত বছর ফাইনাল খেললেও এবার সেটা ধরে রাখা সম্ভব হয়নি। যারফলে হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়েই শেষ হয়েছে এবারের সিজন।
Also Read | এএফসি কোয়ালিফায়ারের আগে ভারতের প্রস্তুতি ম্যাচ থাইল্যান্ডে
তবে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছাতে মরিয়া একবার সুপার কাপ জয়ী এই ফুটবল দল। সেক্ষেত্রে এবার তাদের নজরে গিয়ে পড়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার থিয়াগুইনো ওরফে থিয়াগো ফার্নান্দেজের দিকে।বর্তমানে ব্রাজিলের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব সিআরবির সঙ্গে চুক্তি রয়েছে এই ফুটবলারের। চলতি বছরের নভেম্বর পর্যন্ত সেই ক্লাবের সঙ্গে চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে টানতে চাইছে এই ক্লাব। সেইমতো কথাবার্তা ও এগিয়ে গিয়েছে অনেকটা দূর। শেষ পর্যন্ত আদৌ তিনি ভারতে আসতে চান কিনা সেদিকেই নজর থাকবে সকলের।