দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না, কড়া হুঁশিয়ার রাজনাথের

নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ৷ প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে৷ এরই মধ্যে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার দিল্লিতে…

Rajnath Singh response to Pahalgam attack

নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ৷ প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে৷ এরই মধ্যে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এই ষড়যন্ত্রকারীদের আমরা শুধু চিহ্নিত করব না, উপযুক্ত শাস্তিও নিশ্চিত করব। যারা সামনে থেকে হামলা চালিয়েছে, কিংবা যারা পর্দার আড়াল থেকে এ ঘটনার নকশা এঁকেছে— কাউকে ছাড়া হবে না।”

নিহত ২৬

গত মঙ্গলবার (২২ এপ্রিল) অনন্তনাগ জেলার বৈসরণ উপত্যকায় পর্যটকদের লক্ষ্য করে আচমকা গুলি চালায় জঙ্গিরা। এই হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন নিরীহ মানুষ, যাঁদের মধ্যে ছিলেন দুই বিদেশি পর্যটকও। আহত হয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় জঙ্গিরা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পর্যটকদের টার্গেট করেছিল।

   

এই হামলার দায় স্বীকার করেছে The Resistance Front (TRF), যা পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার একটি শাখা সংগঠন বলে নিরাপত্তা সূত্রে জানা গিয়েছে।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি Rajnath Singh response to Pahalgam attack

রাজনাথ সিং আরও বলেন, “ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি মেনে চলে। আমরা ঐক্যবদ্ধ, আমরা প্রতিরোধী। যারা এই দেশে অস্থিরতা ছড়াতে চায়, তাদের উদ্দেশ্য সফল হবে না। আমাদের প্রতিজ্ঞা অটুট, বরং আরও দৃঢ় হবে।”

হামলার পর বুধবার প্রতিরক্ষামন্ত্রী দিল্লিতে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান, সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী এবং বায়ুসেনা প্রধান এ কে সিং।

যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ

সূত্রের খবর, প্রায় আড়াই ঘণ্টার এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী জম্মু ও কাশ্মীরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সেনাবাহিনীকে “যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার” করার নির্দেশ দেন। পাশাপাশি উপত্যকায় সন্ত্রাসবিরোধী অভিযান আরও তীব্র করার নির্দেশও দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও X-এ একটি পোস্টে জানান, “এই জঙ্গিরা রেহাই পাবে না। ওদের ঘৃণ্য উদ্দেশ্য কোনোদিন সফল হবে না। ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আরও দৃঢ় হবে।”

দেশজুড়ে এই নৃশংস হামলার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজনীতিক, সকলেই শহিদদের শ্রদ্ধা জানিয়ে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন।

Bharat: Defense Minister Rajnath Singh vows severe punishment for Pahalgam terror attack perpetrators. India’s zero-tolerance stance against terrorism. High-level security meeting held.

Advertisements