২০১৬ সালের এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তির পরেও অনিশ্চয়তা কাটছে না চাকরিহারাদের একাংশের মধ্যে। কারা ‘যোগ্য’, আর কারা ‘অযোগ্য’—এই বহুল প্রতীক্ষিত তালিকা সোমবার প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আর সেই সম্ভাব্য তালিকা প্রকাশের দিনেই ফের পথে নামছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা ও শিক্ষাকর্মীরা। ঘোষিত হয়েছে সল্টলেক করুণাময়ী থেকে এসএসসি দফতর পর্যন্ত মিছিল ও অবস্থান-বিক্ষোভের কর্মসূচি। (SSC 2016 Eligibility List)
এখনও যোগ্য-অযোগ্য তালিকা দেয়নি এসএসসি
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, যাঁরা ‘দাগি’ নন, অর্থাৎ অযোগ্যদের তালিকাভুক্ত নন, তাঁরা আপাতত স্কুলে ফিরে যেতে পারেন। তবে এসএসসি এখনো পর্যন্ত ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’দের কোনও নির্দিষ্ট তালিকা প্রকাশ না করায় বিভ্রান্তি ও অস্বস্তি তৈরি হয়েছে চাকরিহারাদের মধ্যে। অনেকেই স্কুলে গেলেও ক্লাসে যোগ দেননি বা হাজিরা খাতায় স্বাক্ষর করেননি। তাঁদের দাবি, যতক্ষণ না এসএসসি যোগ্যতার নির্দিষ্ট তালিকা প্রকাশ করছে, ততক্ষণ তাঁরা কাজে ফিরবেন না।
সূত্রের খবর, গত সপ্তাহজুড়েই স্কুল সার্ভিস কমিশনের দফতরে যুদ্ধকালীন তৎপরতায় তালিকা প্রস্তুতের কাজ চলেছে। রবিবার ছুটির দিনেও SSC অফিসে ছিল কাজের ব্যস্ততা। যদিও রবিবার রাত পর্যন্ত এই বিষয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কোনও প্রতিক্রিয়া জানাননি। ফোনে যোগাযোগের একাধিক প্রচেষ্টাতেও পাওয়া যায়নি তাঁকে।
OMR বিতর্ক ও তালিকা প্রকাশের প্রতিশ্রুতি SSC 2016 Eligibility List
চাকরিহারারা শুধু ‘যোগ্য-অযোগ্য’ তালিকাই নয়, পরীক্ষার OMR শিটের ‘মিরর ইমেজ’ প্রকাশেরও দাবি জানিয়েছেন। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছেন, এসএসসি-র কাছে সেই সময়ের প্রকৃত OMR প্রতিলিপি নেই। সিবিআইয়ের হাতে থাকা কপি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। গত ১১ এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান এবং আন্দোলনকারীদের মধ্যে বৈঠকে এই প্রসঙ্গও উঠে আসে। সেখানে আশ্বাস দেওয়া হয়েছিল, ২১ এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশ করা হবে।
চাপ বাড়াতে পথে আন্দোলনকারীরা
এই পরিস্থিতিতে তালিকা প্রকাশের দাবিতে আন্দোলন আরও জোরালো হচ্ছে। সোমবার করুণাময়ী থেকে এসএসসি দফতর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে ‘যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ’। প্রথমে এই মিছিলে শিক্ষাকর্মীরা অংশ নেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, পরে জানা যায়, তাঁরাও শামিল হচ্ছেন। সোমবার বিকেলেই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শিক্ষাকর্মীদের বৈঠকের কথা থাকলেও, পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা আন্দোলনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
মঞ্চের আহ্বায়ক চিন্ময় মণ্ডল জানিয়েছেন, “যোগ্য শিক্ষাকর্মীদের মিছিলে থাকার আহ্বান জানানো হয়েছে।” শিক্ষাকর্মী সত্যজিৎ ধর জানান, “আমরাও থাকছি মিছিলে। তবে পৃথক ব্যানার নিয়ে হাঁটব কি না, তা নিয়েও আলোচনা চলছে।”
ফিরছে কি সেই বহুল প্রতীক্ষিত তালিকা?
২০১৬ সালের এসএসসি প্যানেল নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্ক, আইনি টানাপোড়েন এবং আন্দোলনের পরও ‘যোগ্যতা’ নির্ধারণের তালিকা আজও রহস্যে ঘেরা। কমিশন সূত্রে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, আশা করা হচ্ছে, আজই সেই তালিকা প্রকাশিত হতে পারে। সেই তালিকার উপরই নির্ভর করছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর ভবিষ্যৎ।
West Bengal: After Supreme Court’s relief in the SSC 2016 case, uncertainty looms as teachers await the ‘qualified-unqualified’ list. Protest marches planned in Salt Lake as SSC is expected to release the final list today. Confusion continues in West Bengal.