বয়স ৬০ ছুঁয়ে ফেললেও রাজনীতির মঞ্চে তাঁর গলায় এখনও শোনাযায় বজ্রনিনাদ৷ সেই দিলীপ ঘোষ এবার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন—সঙ্গী বিজেপিরই এক সংগঠক, রিঙ্কু মজুমদার। শুক্রবার বিকেলে নিউ টাউনের এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথা খড়গপুরের প্রাক্তন সাংসদ।
এই বিয়েকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও কম চাঞ্চল্য ছড়ায়নি। আর সেই উত্তাপের মধ্যেই মিলল নরম পরশ৷ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলুদ রঙের খামে রাজ্য সরকারের লেটারহেডে লেখা বার্তা পৌঁছেছে দিলীপের বাড়িতে। রাজনৈতিক মতবিরোধ থাকলেও সৌজন্যের এই বার্তা রাজনীতির সৌন্দর্যকেই তুলে ধরল।
‘ভোরের হাঁটা’ থেকে হাত ধরার গল্প mamata sends flower to dilip ghosh
দু’জনের পরিচয় শুরু হয় ২০২১ সালের আগে, প্রাতভ্রমণ থেকে। সেখান থেকেই একে অপরকে জানা৷ গভীরতায় পৌঁছয় সম্পর্ক। শোনা যাচ্ছে, গত সেপ্টেম্বরে প্রথম রিঙ্কুই বিয়ের প্রস্তাব দেন। শর্ত ছিল—সঙ্গীকে রিঙ্কুর রাজনৈতিক জীবনকে সম্মান জানাতে হবে। দিলীপবাবু তাতে রাজি, এবং বাকিটা এখন ইতিহাস।
ঘরোয়া আয়োজনে গেরুয়া রঙের রসায়ন mamata sends flower to dilip ghosh
নতুন টাউনের এক ঘরোয়া পরিসরে আয়োজিত হয় বিয়ের অনুষ্ঠান। সকালে তাঁর বাড়িতে উপস্থিত হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল প্রমুখরা। বরপক্ষের তরফে ছিল ধুতি-পাঞ্জাবি, মিষ্টি আর উপহারের পসরা। দিলীপ নিজেও অতিথিদের দিয়েছেন উত্তরীয়স্বরূপ শাড়ি, পাঞ্জাবি, ধুতি। তবে এই ঘরোয়া অনুষ্ঠানে বেশ কয়েকজন বিজেপি নেতা ফোনেও শুভেচ্ছা জানাননি, যা নিয়ে কানাঘুষোও শুরু হয়েছে।
কে এই রিঙ্কু মজুমদার? mamata sends flower to dilip ghosh
দীর্ঘদিন বিজেপির মহিলা মোর্চা, ওবিসি ফ্রন্ট এবং হ্যান্ডলুম সেলে কাজ করেছেন রিঙ্কু। এর আগে তাঁর একটি বিয়ে হয়েছিল। তাঁর একটি ছেলে রয়েছে, যিনি কলকাতার সল্টলেকের একটি আইটি সংস্থায় কর্মরত।
মধুচন্দ্রিমায় নির্জনতা খোঁজা mamata sends flower to dilip ghosh
বিয়ের পর কোথায় যাবেন—সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি নববধূ। তবে জানিয়েছেন, তাঁরা নির্জন কোনও পাহাড়ি জায়গায় যেতে চান, কারণ “দিলীপদা যেখানে যান, সেখানেই ভিড় জমে যায়!”
রাজনীতির গতি থামবে না mamata sends flower to dilip ghosh
শনিবার দিলীপ ঘোষের জন্মদিন। সেই দিনও তিনি বের হবেন ভোরবেলা হাঁটতে, থাকবেন দমদমের রাজনৈতিক কর্মসূচিতে। বিয়ের জন্য তাঁর রাজনৈতিক সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না, যা প্রমাণ করে, রাজনৈতিক সৈনিক কখনও ‘ব্রেক’ নেন না।
West Bengal: BJP leader Dilip Ghosh marries Rinku Majumdar in a private ceremony in New Town, Kolkata. Mamata Banerjee sends floral greetings, showcasing political courtesy. Details of the intimate wedding and political reactions inside.