নয়াদিল্লি: টেসলা ও স্পেসএক্স সিইও এলন মাস্কের সঙ্গে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারের এই কথোপকথনে উঠে এসেছে প্রযুক্তি, উদ্ভাবন এবং দু’দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার প্রসঙ্গ। এই আলোচনা এমন সময় হল, যখন টেসলা ভারতের বৈদ্যুতিক গাড়ির (EV) বাজারে পা রাখতে চলেছে — এবং সেই খবর ইতিমধ্যেই বাজারে উত্তেজনা ছড়িয়েছে।
প্রযুক্তি ও উদ্ভাবনে ‘দৃঢ় অঙ্গীকার’ PM speaks to Elon Musk
প্রধানমন্ত্রী নিজেই এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করে জানান, “ইলন মাস্কের সঙ্গে আজ কথা হল। ওয়াশিংটন ডিসিতে আমাদের পূর্ববর্তী বৈঠকের প্রসঙ্গসহ নানা বিষয় উঠে এসেছে। প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে — এ নিয়ে গভীর আলোচনা হয়েছে।”
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকা সফরে গিয়ে মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোদী। সেই সাক্ষাতের সময় মাস্ক তাঁকে উপহার দেন স্পেসএক্স-এর ‘স্টারশিপ’ রকেটের হিটশিল্ড টাইল। মাস্কের সঙ্গে ছিলেন তাঁর তিন সন্তান — এক্স, স্ট্রাইডার ও আজুর।
ভারতের বাজারে টেসলার আগমন PM speaks to Elon Musk
সূত্র অনুযায়ী, টেসলা চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকেই মুম্বাই বন্দরে কয়েক হাজার গাড়ি নিয়ে আসতে চলেছে। প্রাথমিকভাবে মুম্বই, দিল্লি ও বেঙ্গালুরুতে বিক্রয় শুরু হতে পারে।
এই খবরের পর থেকেই ভারতের অটো সেক্টরে টেসলার প্রবেশ ঘিরে উৎসাহ তৈরি হয়েছে।
টেসলা ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে শোরুম এবং ডেলিভারি এক্সিকিউটিভ পদে নিয়োগ শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরেই ভারতীয় বাজারে প্রবেশের জন্য টেসলার পক্ষ থেকে আলোচনা চলছিল, তবে এবার তা বাস্তবে রূপ নিতে চলেছে।
বাণিজ্য নীতি ও করছাড়ে আলোচনা PM speaks to Elon Musk
টেসলার প্রবেশ নিয়ে আমদানি শুল্ক এবং স্থানীয় উৎপাদন সংক্রান্ত নীতিগত আলোচনাও জারি রয়েছে। ভারত সরকার EV নির্মাতাদের স্থানীয়ভাবে উৎপাদনে উৎসাহ দিতে করছাড়ের মতো প্রস্তাব দিয়েছে। যা টেসলার মতো বহুজাতিক সংস্থার জন্য আকর্ষণীয় হতে পারে।
মোদী-মাস্কের এই কথোপকথন শুধু EV-ভিত্তিক বাণিজ্যের প্রসার নয়, বরং ভারত-আমেরিকার মধ্যে ‘ডিপ টেক পার্টনারশিপ’ গঠনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। ভারতকে প্রযুক্তি ও ইনোভেশনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাস্কের মতো বৈশ্বিক উদ্ভাবকের আগমন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
Bharat: PM Modi speaks to Elon Musk on boosting India-US collaboration in technology and innovation as Tesla plans to enter the Indian EV market. The conversation builds on their previous Washington meeting and signals major strategic tech ties.