ভাটপাড়ায় তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার বিপুল বোমা-অস্ত্র

হিংসা আর ভাটপাড়া যেন একে অপরের পরিপূরক। বিভিন্ন সময়ে হিংসায় উত্তপ্ত হয়েছে ভাটপাড়া। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বারবার ভাটপাড়ার হিংসা নিয়ে কাঠগড়ায়…

হিংসা আর ভাটপাড়া যেন একে অপরের পরিপূরক। বিভিন্ন সময়ে হিংসায় উত্তপ্ত হয়েছে ভাটপাড়া। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বারবার ভাটপাড়ার হিংসা নিয়ে কাঠগড়ায় তোলা হয়েছে স্থানীয় ব্যারাকপুর লোকসভার বিজেপি সাংসদ অর্জুন সিং-কে। এবার ওই সাংসদের বাড়ির অদূরে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা এবং অস্ত্র।

ঘোষ পাড়া রোড ধরে উত্তর দিকে এগোলে ভাটপাড়ার মেঘনা মোড়ে সাংসদ অর্জুনের বাড়ি। ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড সেটি। ওই এলাকায় বিভিন্ন সময়ে বোমাবাজির ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় সংস্থা তার তদন্ত করেছে। এবার সেই এলাকাতেই এক তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা। সেই সঙ্গে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশের মদতেই ওই বিস্ফোরক এবং অস্ত্র মজুত হয়েছিল বলে দাবি করেছেন সাংসদ অর্জুন।

   

ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন সুনীতা সিং। তাঁর ছেলে নমিত সিং-এর বিরুদ্ধে এলাকায় বোমাবাজির অভিযোগ করেছেন অর্জুন সিং। সেই নমিতের বাড়ি থেকেই বিপুল বোমা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই ছবি প্রকাশ করেছেন সাংসদ অর্জুন সিং। সেই সঙ্গে তাঁর অভিযোগ, “এলাকায় বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। আর পুলিশ মদত দিচ্ছে। নমিতের বাড়ি থেকে বোমা পাওয়া গেল, কিন্তু পুলিশ কিছুই করল না। পুলিশের এক কর্মী পিস্তল লুকিয়ে ফেলতে চাইছিল। আমরা থাকায় পারেনি।”

এই উপায়ে অর্জুন সিং-কে হত্যা করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার। এমনই দাবি করেছেন ব্যারাকপুরের সাংসদ। তিনি বলেছেন, “ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ‘ ছাপ্পা ‘ তৃণমূল কাউন্সিলরের ছেলের ডেরা থেকে উদ্ধার হল বোমা, পিস্তলের ভাণ্ডার। আমার বাড়ির কাছে হাতিয়ার পাওয়া গেল, পুলিশ নিরাপত্তার নামে আমার ওপরেই নজরদারি করে। আমাকে হত্যা করার জন্য মমতা ব্যানার্জি পুলিশ আর দুষ্কৃতীদের সুপারি দিয়ে রেখেছেন।”