নয়াদিল্লি: দল ও সরকার—দু’দিকেই বড়সড় রদবদলের পথে হাঁটতে চলেছে বিজেপি। জল্পনা তুঙ্গে রাজধানীতে। চলতি মাসেই বদলে যেতে পারে বিজেপির সর্বভারতীয় সভাপতি, একই সঙ্গে মোদী মন্ত্রিসভায়ও আসতে পারে একাধিক নতুন মুখ।
দলীয় সূত্রে খবর, খুব শিগগিরই বিজেপির নতুন সভাপতি ও কেন্দ্রীয় পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে। তার পরপরই হতে পারে মন্ত্রিসভার রদবদল। অর্থাৎ, বিজেপি-র সাংগঠনিক স্তর ও সরকারে একসঙ্গে পালাবদলের সম্ভাবনা জোরালো।
মোদী মন্ত্রিসভায় আসছে মুসলিম মুখ? BJP leadership change
একটা বড় চমক হতে পারে মুসলিম সম্প্রদায় থেকে কোনও নেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি। এখনও পর্যন্ত মোদী সরকারের তৃতীয় মেয়াদেও একজনও মুসলিম মন্ত্রী নেই। বিরোধীরা সেই নিয়ে বরাবরই সরব। এই পরিস্থিতিতে পসমান্দা মুসলিম সম্প্রদায় থেকে কাউকে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকে প্রতিমন্ত্রী করা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষত, ওয়াকফ আইন নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আরও বেড়েছে।
রাষ্ট্রপতি ভবনের বৈঠক ও কেন্দ্রীয় নেতৃত্বের মিটিং BJP leadership change
গত মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। আবার, একই দিন বিজেপির সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন অমিত শাহ ও রাজনাথ সিং। এই টানা বৈঠকের জেরে রাজনৈতিক মহলে মন্ত্রিসভা রদবদলের গুঞ্জন আরও জোরদার হয়েছে।
বিহার ভোটের আগে বড় বদল BJP leadership change
চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা ভোট। সেই দিক মাথায় রেখে মন্ত্রিসভায় এবং সংগঠনে নতুন মুখ আনার ভাবনাচিন্তা চলছে। আলোচনায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ।
শুধু বিজেপি নয়, শরিক দলগুলোর মধ্য থেকেও কয়েকজনকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। বিশেষ করে মহারাষ্ট্রের এনডিএ শরিকদের মধ্যে প্রফুল প্যাটেল ও শ্রীকান্ত শিণ্ডের নাম ঘুরছে জোরেশোরে।
সবমিলিয়ে কী দাঁড়াচ্ছে? BJP leadership change
এই এপ্রিলেই বিজেপির দুই স্তরে—সংগঠন ও সরকার—আসতে চলেছে বড়সড় পালাবদল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগেই দলকে চাঙ্গা রাখতে ও জাতপাত–ভিত্তিক বার্তা স্পষ্ট করতেই এই রদবদলের পরিকল্পনা। এবার শুধু অপেক্ষা ঘোষণার দিনের।
Bharat: BJP gears up for major changes in leadership and Modi cabinet reshuffle. Speculation rises about a Muslim minister’s inclusion. Meetings with top leaders fuel political buzz. Stay updated on BJP‘s organizational and governmental shifts.