নয়াদিল্লি: নতুন ওয়াকফ আইন নিয়ে শুনানিতে কেন্দ্রীয় সরকারের উপর তির্যক মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিশেষ করে ‘ওয়াকফ বাই ইউজার’ সম্পর্কিত ধারাটি বাদ দেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তোলে দেশের শীর্ষ আদালত। (Waqf law Supreme Court ruling)
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানায়, বহু শতাব্দী ধরে যে ‘ওয়াকফ বাই ইউজার’ প্রথা দেশে প্রচলিত এবং আইনত স্বীকৃত ছিল, তাকে হঠাৎ করে বাতিল করলে তা ‘স্থাপিত আইনি ভিত্তিকে চ্যালেঞ্জ’ করার শামিল হবে। বেঞ্চের মন্তব্য, “১৪শ শতক থেকে ১৬শ শতকের মধ্যে নির্মিত বহু মসজিদের কোনও বিক্রয়পত্র (sale deed) ছিল না। তাহলে সেগুলিকে কীভাবে রেজিস্টার করা হবে?”
আদালত আরও বলে, ‘‘ওয়াকফ বাই ইউজার’ আদৌ স্বীকৃত হবে কি না—এই প্রশ্নের এখনও উত্তর পাওয়া যায়নি। এটা এতদিন ধরে প্রতিষ্ঠিত ছিল, এখন আপনি যদি বলেন সেটা থাকবে না, তাহলে সমস্যা তো হবেই।”
কী এই ‘ওয়াকফ বাই ইউজার’? Waqf law Supreme Court ruling
‘ওয়াকফ বাই ইউজার’ হল এমন এক প্রথা, যেখানে কোনও জমি বা সম্পত্তি যদি দীর্ঘদিন ধরে ধর্মীয় বা সামাজিক কাজকর্মে ব্যবহৃত হয়ে থাকে, তবে তা স্বয়ংক্রিয়ভাবেই ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। এমনকি তার কোনও লিখিত দলিল না থাকলেও—প্রথা ও ব্যবহার তার অস্তিত্ব প্রমাণ করে।
নতুন ওয়াকফ সংশোধনী আইনে এই ধারাটি বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরেই উঠেছে আইনি ও সামাজিক প্রশ্ন। বিশেষত, মুসলিম সম্প্রদায়ের বহু প্রাচীন ধর্মীয় স্থানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
কী বলছে আদালত? Waqf law Supreme Court ruling
সুপ্রিম কোর্ট মনে করিয়ে দেয়, বহু ধর্মীয় স্থাপনার কোনও নথিপত্র নেই, কারণ সেই সময় প্রথা অনুযায়ী দলিল তৈরি হতো না। ফলে, শুধু আধুনিক আইনি কাঠামোতে দাঁড় করিয়ে প্রাচীন প্রথাকে অগ্রাহ্য করা আইনি, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অনুচিত হতে পারে।
পরবর্তী শুনানিতে কী আসছে? Waqf law Supreme Court ruling
সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে বলেছে। আগামী শুনানিতে কেন্দ্রকে জানাতে হবে—‘ওয়াকফ বাই ইউজার’-এর ভবিষ্যৎ কী হতে চলেছে এবং প্রাচীন ধর্মীয় স্থানের স্বীকৃতি নিয়ে তাদের অবস্থান কী।
প্রসঙ্গত, ওয়াকফ আইনের একাধিক ধারা সংবিধান বিরোধী বলে দাবি করে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সুপ্রিম কোর্টে মামলার আবেদন জানিয়েছে। সেই সব মামলাই এখন একত্রিত করে শুনানি হচ্ছে শীর্ষ আদালতে।
Bharat: Supreme Court questions removal of ‘Waqf by User’ from new law, citing historical religious sites lacking sale deeds. The ruling challenges legal traditions. Muslim community raises concerns over the future of ancient religious properties in India.