নতুন গানে নববর্ষের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, ‘বাংলা দিবস’-এ বিশেষ বার্তা শান্তি-সম্প্রীতির

কলকাতা: নতুন বছর, নতুন ভোর। বাংলা নববর্ষ ১৪৩২-র সূচনায় রাজ্যবাসীকে নিজের লেখা ও সুর করা গানে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তায় উঠে এল…

Mamata Banerjee poila boishakh Message

কলকাতা: নতুন বছর, নতুন ভোর। বাংলা নববর্ষ ১৪৩২-র সূচনায় রাজ্যবাসীকে নিজের লেখা ও সুর করা গানে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তায় উঠে এল শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের আবহ।

গানটির শুরুতেই রয়েছে আবেগঘন লাইন— “আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে…” এই গানের মাধ্যমে তিনি শুধু শুভেচ্ছা জানাননি, বরং বর্তমান সময়ের প্রেক্ষাপটে রাজ্যবাসীর মধ্যে ঐক্যের বার্তাও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে রচিত এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় বলেন, “সকলের ঘরে ঘরে আলো নিয়ে আসুক বাংলা নববর্ষ। বাংলায় থাকুক শান্তি ও সম্প্রীতির পরিবেশ।”

‘বাংলা দিবস’-এ বাংলার গৌরবকে স্মরণ Mamata Banerjee poila boishakh Message

এই বিশেষ দিনটি শুধু নববর্ষ নয়, পশ্চিমবঙ্গ দিবস হিসেবেও পালিত হচ্ছে। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী স্মরণ করেছেন সদ্যপ্রয়াত গায়ক-গীতিকার প্রতুল মুখোপাধ্যায়কে। তাঁর জনপ্রিয় গান ‘আমি বাংলায় গান গাই’ উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আরও বিস্তৃত হোক। রাজ্যবাসীর মাঝে আরও দৃঢ় হোক ভ্রাতৃত্বের বন্ধন।”

Advertisements

প্রধানমন্ত্রীর তরফেও শুভেচ্ছা Mamata Banerjee poila boishakh Message

বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল বাংলা ও বাঙালির জন্য। নতুন বছর শান্তি, সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনুক।”

বাঙালির উৎসবের দিন, ভরে থাকুক ভালোবাসায় Mamata Banerjee poila boishakh Message

‘১২ মাসে ১৩ পার্বণ’-এর এই বাংলায় পয়লা বৈশাখ মানেই নতুন ফসল, নতুন শুরু। একদিকে যেমন সাংস্কৃতিক পরম্পরার ধারায় উৎসব, অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তির বার্তা যেন আরও জরুরি। সেই বার্তাই মুখ্যমন্ত্রী পৌঁছে দিলেন নতুন গানের সুরে, নিজের লেখা কথায়।