দিনকয়েক আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। যেখানে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে খেতাব জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে শুধুমাত্র লিগ কাপ নয়। অনবদ্য ছন্দ বজায় রেখেই লিগ শিল্ড ঘরে তুলে নিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। এক কথায় বলতে গেলে যা বিরাট বড় চমক। বর্তমানে সেই নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছে বাগান সমর্থকদের মধ্যে। আসলে মরসুমের শুরুতে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের ফাইনাল জেতা সম্ভব না হলেও সেই হতাশা অনায়াসেই মুছে দিয়েছেন জোসে মোলিনা। জোড়া ট্রফি দিয়েছেন দলকে। এবার সেই ধারা বজায় রেখেই সুপার কাপ জয়ের পরিকল্পনা রয়েছে মেরিনার্সদের।
Also Read | নয়া দায়িত্বে নাওরেম মহেশ সিং, ফিরবে সুদিন?
তবে এখন থেকেই নতুন ফুটবল মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকে। ঘর গোছানোর জন্য নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে ক্লাবগুলির। বলাবাহুল্য, এক্ষেত্রে সকলকে চমকে দিয়েছে এক তথ্য। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার নাকি বেঙ্গালুরু এফসির ঘর ভেঙে দল গোছানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। কিন্তু এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই টুর্নামেন্টের অন্যান্য দলগুলি। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারের দিকেও নজর রয়েছে প্রতিটি ফুটবল ক্লাবের।
Also Read | পাঞ্জাব-কলকাতার হাই-ভোল্টেজ লড়াই ফ্রি-তে কোথায় দেখবেন? জেনে নিন
সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে এবার আদিল তাহিফের (Adil Tahif ) নাম। বর্তমানে মরক্কোর প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব বারকেনের রেনেসাঁর সঙ্গে যুক্ত রয়েছেন বছর চব্বিশের এই ফুটবলার। ইতিমধ্যেই সেই দলের হয়ে খেলে ফেলেছেন চব্বিশটি ম্যাচ। তারমধ্যে একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট ও রয়েছে এই তারকার। সেই সাথে বহু খেতাব জয়ের রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। সবদিক মাথায় রেখেই নাকি তাঁকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল দল। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের জুন মাস পর্যন্ত রেনেসাঁর সঙ্গে চুক্তি রয়েছে তাহিফের।
সেই চুক্তি শেষ হওয়ার পরেই নাকি তাঁর সঙ্গে চুক্তি করতে চাইছে ভারতের ক্লাবগুলি। এক্ষেত্রে লড়াইয়ে রয়েছে কেরালা ব্লাস্টার্সের পাশাপাশি নর্থইস্ট ইউনাইটেড এবং ইমামি ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত আদৌ তিনি ভারতে আসেন কিনা এখন সেটাই দেখার।