এবারের ফুটবল সিজনের শুরু থেকেই ছন্দে নেই মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। সবুজ-মেরুনের সঙ্গে ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। তারপর দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশিদিন।
চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থইস্ট ইউনাইটেড। আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল গতবারের আইএসএল জয়ী এই দলকে। যার প্রভাব পড়েছিল লিগ টেবিলে। সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা। তবে দ্বিতীয় লেগে একের পর এক ফুটবল দলকে টেক্কা দিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল দল।
Also Read | আইপিএলে নতুন ইতিহাস, মাত্র ৩৯ বলে দুর্দান্ত শতরান প্রিয়াংশ আর্যর
লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। যারফলে ষষ্ঠ স্থান অধিকার করেছিল গতবারের আইএসএল জয়ীরা। তারপর আন্তর্জাতিক বিরতির পর গত সপ্তাহের শেষে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই শিবির। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। গত ম্যাচে তাঁদের বিপক্ষে সাফল্য আসলেও সেটা বজায় থাকেনি নক আউটে। পাঁচটি গোলের ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব।
Also Read | আইএসএল ফাইনালের ফলাফল বদলে দিতে পারেন এই পাঁচ তারকা
সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। তবে এই হতাশা ভুলে আসন্ন কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য রয়েছে প্রত্যেকের। এক্ষেত্রে তাঁদের লড়াই করতে হবে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির বিপক্ষে। উল্লেখ্য, এই সিজনে ইতিবাচক ফল পায়নি দক্ষিণের এই আইএসএল জয়ী ক্লাব। প্রথম থেকেই ধাক্কা খেতে হয়েছিল একের পর এক ম্যাচে। পরবর্তীতে জয়ের মুখ দেখলেও সুপার সিক্সে স্থান করা সম্ভব হয়নি। সেই হতাশা কাটিয়ে ট্রফি জিতেই সিজন শেষ করতে মরিয়া লুকাস বামব্রিলারা।
অন্যদিকে, চেন্নাইয়িন বধ করে সুপার কাপের লড়াইয়ে টিকে থাকতে বদ্ধপরিকর পেট্র ক্র্যাটকির ছেলেরা। এক্ষেত্রে দলের জয় বিদেশিকে রেখেই সাফল্য পেতে চাইবে রনবীর কাপুরের ফুটবল ক্লাব।