দলবদলের মরশুমে চমক দিতে পারে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। শোনা যাচ্ছে রয় কৃষ্ণার (Roy Krishna) প্রতি আগ্রহ হারিয়েছে তারা। আগামী মরশুমের জন্য নতুন স্ট্রাইকারের খোঁজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সূত্রের খবর, অগবেচের প্রতি আগ্রহী এটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট।
২০১৯ সালে ভারতীয় ফুটবলে আগমণ রয় কৃষ্ণার । জাত চেনাতে দেরি করেননি ফিজির এই স্ট্রাইকার। এটিকে’র জার্সিতে করেছিলেন গোলের পর গোল। ২০১৯-২০২০ মরশুমে এটিকের লাল সাদা জার্সিতে ১৯ ম্যাচে করেছিলেন ১৫ গোল। এটিকে মোহন বাগানের হয়েও গোল করা শুরু করেছিলেন পরের মরশুম থেকে।
তবে চলতি ইন্ডিয়ান সুপার লিগে কৃষ্ণার ধারাবাহিকতায় ছেদ পড়েছে। চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। যদিও ফিজিয়ান তারকাকে ছাড়াই অপরাজেয় তকমা বজায় রেখেছিল এটিকে মোহন বাগান। গোলও করেছেন ফুটবলাররা। চলতি মরশুমে বোঝা গিয়েছে রয়কে ছাড়াও দল গোল করতে সক্ষম। ব্যাক্তি নির্ভর না হয়ে টিম গেমেই বাজিমাত করেছে হুয়ান ফেরান্দর টিম। এটিকে মোহন বাগানের হয়ে এখনও পর্যন্ত ৩৬ ম্যাচে ১৯ গোল করেছেন কৃষ্ণা।
রয় কৃষ্ণার বয়সও এক্ষেত্রে উল্লেখ্য, ৩৪ বছর। নাইজেরিয়ার বার্তলোলোমিও অগবেচের বয়স ৩৭। যদিও তাঁর খেলায় এখনও মরচে পড়েনি। ক্লাব ফুটবলে অভিজ্ঞতা প্রচুর। ইন্ডিয়ান সুপার লিগের চারটি দলে খেলেছেন ২০১৮ সাল থেকে। হায়দরাবাদ এফসির হয়ে সতেরো গোল করেছেন সতেরো ম্যাচে।