গরমের দাপট ফিকে করে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

কলকাতা: রাজ্যজুড়ে আবহাওয়ার পরিবর্তন চলছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ বৃষ্টি হলেও গরমের প্রকোপ কিন্তু কমবে…

thunderstorms rains in Bengal

কলকাতা: রাজ্যজুড়ে আবহাওয়ার পরিবর্তন চলছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ বৃষ্টি হলেও গরমের প্রকোপ কিন্তু কমবে না। বরং আর্দ্রতা আরও বৃদ্ধি পাবে, যার জেরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে, জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া thunderstorms rains in Bengal

আজ থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমতে শুরু করবে৷ বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়, যা সঙ্গে আনবে ঝড়ো হাওয়া। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

   

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং রবিবার ও সোমবার বৃষ্টির প্রবণতা আরও তীব্র হবে। বিশেষ করে কলকাতা ও আশপাশের এলাকার পাশাপাশি উপকূল এবং পূর্বাঞ্চলের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, গরমের হাত থেকে নিস্তার নেই৷

Advertisements

কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯০ শতাংশের মধ্যে থাকতে পারে, যার ফলে গরমের অনুভূতি আরও তীব্র হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া thunderstorms rains in Bengal

উত্তরবঙ্গেও বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে, তবে তা হবে সাময়িক। শুক্রবার, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মালদহ-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহে ঝড়-বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

West Bengal: West Bengal braces for weather changes with thunderstorms & rains in South & North Bengal. High temperatures & humidity to persist despite rainfall. Forecast includes hailstorm in districts like Medinipur, Purulia, and Kolkata.