চড়চড়িয়ে চড়ছে পারদ! দক্ষিণে তীব্র গরমের পূর্বাভাস, বৃষ্টি হবে কোথায়?

কলকাতা: রাজ্যে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পাল্লা দিয়ে চড়বে পারদ৷ উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা, বিশেষ…

West Bengal Weather

কলকাতা: রাজ্যে ক্রমাগত বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পাল্লা দিয়ে চড়বে পারদ৷ উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা, বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্যের পশ্চিমাঞ্চলে তীব্র গরমের কারণে উষ্ণতম দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া West Bengal Weather Forecast

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, কলকাতার তাপমাত্রা চলতি সপ্তাহেই ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে অবস্থিত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী তিনদিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে, বাতাসে জলীয় বাষ্প কম থাকায় এখনই তাপপ্রবাহের কোনও আশঙ্কা নেই৷ তবে শুষ্ক গরমের কারণে অস্বস্তি চরমে উঠবে।

   

উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি West Bengal Weather Forecast

দক্ষিণবঙ্গের তাপদাহের মধ্যে উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি মিলবে। ২৮ ও ২৯ মার্চ দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া, এই অঞ্চলে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দেশের অন্যান্য রাজ্যে তাপপ্রবাহ West Bengal Weather Forecast

দেশের বিভিন্ন অংশে তীব্র গরমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওড়িশা, তামিলনাডু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেখানে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advertisements

এমন পরিস্থিতিতে, রাজ্যের জনগণকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে গরম ও বজ্রবিদ্যুৎপূর্ণ আবহাওয়ার মধ্যে।

West Bengal: West Bengal weather forecast: South Bengal faces dry heat with temperatures rising to 40°C in Purulia, Bankura, West Burdwan. Kolkata may cross 37°C this week. Relief in North Bengal as Darjeeling, Kalimpong see thunderstorms and rain on March 28-29 with gusty winds.