দুই হাতে দুটো ক্রাচ, পায়ে মোটা ‘ প্লাস্টার ‘ । ড্যারেল সিডিওলের অবস্থা দেখে চমকে উঠছেন ইস্টবেঙ্গল (SC East Bengal) সমর্থকরা। বুধবার মিডফিল্ডারের কিছু নতুন ছবি পোস্ট করা হয়েছে এসসি ইস্টবেঙ্গলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে।
ড্যারেল সিডিওলের সঙ্গে রয়েছেন তাঁর পরিবার। পাশে অরিন্দম ঘোষ। এ বারের মতো মরশুম শেষ হয়েছে এসসি ইস্টবেঙ্গলের। বিগত কয়েকটি ম্যাচে খেলতে পারেননি ডাচ মিডিও। তাঁর ঠিক কী হয়েছে সে ব্যাপারে ছিল বহু প্রশ্ন। খেলা শুরু হওয়ার কিছু আগে এসেছিল চোট সংবাদ।
Thank you for the unconditional support, every day while going to training and coming back. The Rodrigues family is now a part of our family as well 🙏#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/af86vrvjPL
— SC East Bengal (@sc_eastbengal) March 9, 2022
ড্যারেল সিডিওলের চোট প্রসঙ্গে মারিও রিভেরাকে প্রশ্ন করা হয়েছিল আগেই। খোলসা করে তখন কিছু বলেননি তিনি। মারিও রিভেরা জানিয়েছিলেন, ড্যারেনের চোট কতোটা গুরুতর তা পরীক্ষার পর বোঝা যাবে। বিষয়টা জটিল না হলে অবশিষ্ট ম্যাচে তাঁকে মাঠে নামানোর সম্ভাবনা থাকছে।
ছবি প্রকাশ করার পর এখন অনুমান করা যাচ্ছে চোট কতোটা গুরুতর।