ATK Mohun Bagan: সেমি-ফাইনালে নামার আগে ভারতীয় ফুটবলে সুখবর নিয়ে এল বাগান

জামশেদপুর এফসির কাছে হেরে শিল্ড হাতছাড়া করেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সামনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেমিফাইনাল। তার আগে বাগানে এল সুখবর। যা ভারতীয়…

জামশেদপুর এফসির কাছে হেরে শিল্ড হাতছাড়া করেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সামনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেমিফাইনাল। তার আগে বাগানে এল সুখবর। যা ভারতীয় ফুটবলের জন্যও ইতিবাচক বলে মনে করা হচ্ছে। 

আই লিগে তাক লাগিয়ে গিয়েছেন রিকি শোবং। রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলেছেন একটি ম্যাচ। এটিকে মোহন বাগান থেকে লোনে গিয়েছেন ইউনাইটেডে। ম্যাচে গোল না পেলেও তাঁর খেলার ধরণ চোখ টেনেছে ফুটবল প্রেমীদের। মাঝমাঠে মূলত আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করেন শোবং।

রিকির যুব কেরিয়ার শুরু হয়েছে রয়্যাল ওয়াহিংডর হাত ধরে। ২০১৯-২১ মরশুমে আঠাশটি ম্যাচ খেলেছেন ইন্ডিয়ান অ্যারোজের হয়ে। ২০২১ এ সই করেন এটিকে মোহন বাগানে। সেখান থেকে লোনে গিয়েছেন রাজস্থান ইউনাইটেডে। ভারতের অনূর্ধ্ব সতেরো দলে খেলেছেন বত্রিশটা ম্যাচ। একটি গোল করেছেন। অনূর্ধ্ব ২০ জাতীয় দলের হয়েও রয়েছে একটি গোল। খেলেছেন সাতটি ম্যাচ। 

মঙ্গলবার আই লিগের ম্যাচে আইজল এফসির মুখোমুখি হয়েছিল রাজস্থান ইউনাইটেড। ৩৭ মিনিটে আমন থাপার করা একমাত্র গোল জয় পায় রাজস্থানের দলটি। ইতিমধ্যে চলতি আই লিগে দুটি ম্যাচ খেলেছে রাজস্থান ইউনাইটেড। একটি ম্যাচে জয়, অপরটিতে পরাজয়। লিগ ক্রম তালিকার নবম স্থানে রয়েছে দল।