চোটের জেরে (ISL) আসন্ন বাহারিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে খেলতে নামতে পারবেন না সুনীল ছেত্রী এবং আশিক কুরুনিয়ন।নিঃসন্দেহে ভারত অধিনায়কের এই ম্যাচে না খেলাটা কার্যত চাপে রাখবে দেশকে।এই রকম একটা সময় জাতীয় দলে নতুন মুখ দেখা গেলেও যেতে পারে।
সূত্রের খবর অনুযায়ী ২৮ জনের সদস্য বিশিষ্ট স্কোয়াডে সুযোগ পাওয়ার সম্ভাবনা দৃঢ় আনোয়ার আলি এবং দানিশ ফারুখের।এফ সি গোয়ার হয়ে প্রত্যাবর্তনে দারুণ পারফরম্যান্স করেছেন আনোয়ার,অন্যদিকে এফসি গোয়ার হয়ে নজর কেড়েছেন দানিশ।
সুযোগ পাওয়ার সম্ভাবনা দৃঢ় ঋত্বিক দাসের। জামশেদপুর এফসির জার্সি গায়ে চারটি গোল করেছেন তিনি।তবে তিনি প্রস্তুতি ম্যাচে না’ও খেলতে পারেন ঋত্বিক,তিনি সুযোগ পেতে পারেন এশিয়ান কাপের প্রস্তুতি শিবিরে।কারণ যদি আইএসএলের ফাইনালে জামশেদপুর এফসি সুযোগ করে নেয় তাহলে প্রস্তুতি শিবিরে নাও দেখা যেতে পারে তাকে,তাই তাকে কলকাতায় এশিয়ান কাপের প্রস্তুতি শিবিরে দেখা যেতে পারে।
বাহারিনের পাশাপাশি বেলারুশের বিরুদ্ধে’ও খেলার কথা ছিলো ভারতের, কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বেলারুশের পরিবর্ত পরিস্থিতি’র জেরে বেলারুশের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারত।