রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞা জারি করেন। এর আগে রাশিয়া হুমকি দিয়েছে, যদি রাশিয়ার তেল সরবারহতে নিষেধাজ্ঞা জারি করা হয়, তার বদলা নিতে মস্কো সবরকম জ্বালানি রফতানি বন্ধ করে দেবে।
বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস রফতানিকারক দেশ রাশিয়া। তারা সরবরাহ বন্ধ করলে ইউরোপে শুরু হবে তীব্র জ্বালানি সংকট। পুরো বিশ্ব জুড়েই এর প্রভাব পড়তে পারে।
রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেছেন, আমাদের তেল প্রত্যাখ্যান করা মানে বিশ্ববাজারের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। এতে তেলের দাম দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল তিনশ’ ডলারে পৌঁছাতে পারে।
গার্ডিয়ান জানাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৪০ শতাংশ গ্যাস এবং ৩০ শতাংশ তেল পায় রাশিয়া থেকে। তোমরা যদি নিষেধাজ্ঞা দিতেই থাকো তাহলে আমরাও দেব। পুরো ইউরোপে হাহাকার পড়ে যাবে। বন্ধ করা হবে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ। জ্বালানি বাজারে রুশ হুমকির ফলে বিশ্ব জুড়ে শোরগোল পড়েছে। বিশ্বে সৌদি আরবের পর জ্বালানি সরবরাহের দ্বিতীয় স্থান রাশিয়ার। মস্কোর হুমকি বাস্তবায়িত হলে বিশ্ব জুড়ে জ্বালানি সংকট আসবে বলেই মনে করা হচ্ছে।