ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে খুন করার চেষ্টা চালাচ্ছে রুশ সেনা। ৩ বার চেষ্টা করেও তারা ফলপ্রসূ হয়নি। এমন একটি অভিযোগ সামনে আসার পর শোনা যাচ্ছে জেলেনস্কি নাকি লুকিয়ে রয়েছেন কোথাও। এটি যে নেহাত গুজব তা জানালেন প্রেসিডেন্ট নিজেই। ইনস্টাগ্রামে একটি ভিজিও শেয়ার করে নিজের বর্তমান লোকেশন জানালেন।
ইনস্টাগ্রামের ওই পোস্টে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি তার অবস্থান শেয়ার করেছেন। বলেছেন, তিনি লুকিয়ে নেই। কাউকে তিনি ভয় পান না। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “আমি বাঙ্কোভা স্ট্রিটে কিয়েভে থাকি। আমি লুকিয়ে নেই। আমি কাউকে ভয় পাই না।” যতদিন না দেশপ্রেমের এই যুদ্ধ শেষ হবে তিনি লুকোবেন না বলেও বার্তায় জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
View this post on Instagram
কিছুদিন আগে জানা যায় তিনবার খুনের চেষ্টা করা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। গত সপ্তাহে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ক্রেমলিন-সমর্থিত ওয়াগনার গ্রুপ এবং চেচেন বিশেষ বাহিনী উভয়কেই ইউক্রেনের প্রেসিডেন্টকে খুনের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সচিব তিনটি হত্যা চেষ্টার বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, যারা এই রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিতে চায় না, তাদের কাছ থেকে তথ্য এসেছিল। ৪৪ বছর বয়সী জেলেনস্কিকে হত্যার চেষ্টাকারী দলগুলোর মধ্যে একটি ছিল ওয়াগনার গ্রুপ। এর ৪০০ সদস্য কিয়েভে রয়েছে। তারা ২৪ জনের নাম ব্ল্যাকলিস্ট করে ইউক্রেনে অনুপ্রবেশ করেছিল।