Heatwave Alert: মার্চেই হাঁসফাঁস! ৪০ ডিগ্রি ছোঁবে পারদ! বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

কলকাতা: বঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত৷ দোলের দিন থেকেই কাটফাটা গরম পড়েছে দক্ষিণবঙ্গে৷ আজ, বৃহস্পতিবার থেকে পারদ আরও চড়বে (Heatwave Alert) বলে জানিয়েছে হাওয়া অফিস৷…

short-samachar

কলকাতা: বঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত৷ দোলের দিন থেকেই কাটফাটা গরম পড়েছে দক্ষিণবঙ্গে৷ আজ, বৃহস্পতিবার থেকে পারদ আরও চড়বে (Heatwave Alert) বলে জানিয়েছে হাওয়া অফিস৷ এমনকি মার্চ মাস থেকেই তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে। পুরুলিয়ায় দোলের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা এই সময়ের নিরিখে স্বাভাবিকের চেয়ে বেশি৷ 

   

তাপপ্রবাহের সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ শুরু হবে, যা বুধবার পর্যন্ত চলবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে চলেছে৷ তবে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। আবহাওয়া শুষ্কই থাকবে৷ তবে সকাল এবং সন্ধের দিকে কিছুটা ঠান্ডার অনুভূতি মিলবে৷ 

আগামী সপ্তাহ থেকে আবহাওয়ায় একটু বদল আসতে পারে। ১৯ মার্চ, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা গরমের হাত থেকে কিছুটা স্বস্তি এনে দেবে।

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গের ৪টি জেলায় ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎও -সহ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে৷ 

অর্থাৎ দক্ষিণবঙ্গ যখন গরমে হাঁসফাঁস করবে, তখন উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে৷ আগামী কয়েক দিন উত্তরবঙ্গের আবহাওয়া মনোরমই থাকবে৷