Rape: বাংলাদেশি যুবককে লাগাতার ধর্ষণ

ধর্ষিত যুবক (Rape)। ধর্ষিতর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষককে খুঁজছে পুলিশ। ওই বাংলাদেশি যুবক সামাজিক লজ্জায় বাইরে বের হতে পারছেন না।  গত কয়েকদিন ধরে নারী ধর্ষণ…

dinner-invitation-gangrape-case-bengaluru

short-samachar

ধর্ষিত যুবক (Rape)। ধর্ষিতর মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষককে খুঁজছে পুলিশ। ওই বাংলাদেশি যুবক সামাজিক লজ্জায় বাইরে বের হতে পারছেন না।  গত কয়েকদিন ধরে নারী ধর্ষণ বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে দফায় দফায় আন্দোলন ও বিক্ষিপ্ত সংঘর্ষ চলেছে। এর মাঝে পুরুষ ধর্ষণের অভিযোগেনতুন করে উত্তপ্ত পরিস্থিতি।

   

পুরুষ ধর্ষণের ঘটনা নারায়ণগঞ্জের। এখানকার বন্দর উপজেলার শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় রাস্তা থেকে ডেকে নিয়ে কুড়ি বছরের এক যুবককে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।  যুবকের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগ গত শনিবার (৮ মার্চ) রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগ, গত শনিবার রাতে যুবকটি বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এই সময় প্রতিবেশি আরও এক জরুরি কথা আছে বলে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানেই ধর্ষণ করে।  বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। যুবক পরে তার পরিবারকে সব জানালে থানায় মামলা হয়।

বাংলাদেশে বিভিন্ন সঙ্কটের মধ্যে সবচেয়ে বড় সঙ্কট হয়ে দাঁড়িয়েছে নারী ও শিশুদের ওপর অত্যাচার ও ধর্ষণ। রীতিমত টালমাটাল দেশের পরিস্থিতি। মাগুরায় ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু। ঘটনায় বিস্মিত গোটা দেশ। জড়িতদের উপযুক্ত বিচার চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। সব শিক্ষা প্রতিষ্ঠানে চলছে আন্দোলন।