DMK: ডিএমকে সদস্যদের ‘অসভ্য’ বলায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে লোকসভায় নোটিশ

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) বিরুদ্ধে লোকসভায় নোটিশ দিয়েছে ডিএমকে। একটি প্রকল্প নিয়ে বিতর্কের সময় প্রধান ডিএমকে (Dravida Munnetra Kazhagam) সদস্যদের “অসভ্য” বলে মন্তব্য…

dmk-submits-privilege-notice-against-education-minister-lok-sabha

short-samachar

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) বিরুদ্ধে লোকসভায় নোটিশ দিয়েছে ডিএমকে। একটি প্রকল্প নিয়ে বিতর্কের সময় প্রধান ডিএমকে (Dravida Munnetra Kazhagam) সদস্যদের “অসভ্য” বলে মন্তব্য করেন, যার জেরে এই পদক্ষেপ। নোটিশে অভিযোগ, মন্ত্রী সংসদকে বিভ্রান্ত করেছেন এবং তামিলনাড়ুর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছেন। ডিএমকে (Dravida Munnetra Kazhagam) সাংসদ কনিমোঝি জানান, সমগ্র শিক্ষা প্রকল্পে তামিলনাড়ুর তহবিল না দেওয়ার প্রশ্নে ডিএমকে সাংসদ টি সুমথির জিজ্ঞাসার জবাবে প্রধান “ক্ষতিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর” মন্তব্য করেছেন।

   

নোটিশে বলা হয়, প্রধান (Dharmendra Pradhan) দাবি করেছেন, তামিলনাড়ু পিএম-শ্রী প্রকল্পে কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকে রাজি হয়েও পরে মত বদলেছে। কনিমোঝির অভিযোগ, ডিএমকে সাংসদদের বিরুদ্ধেও একই “ভুল ও বিভ্রান্তিকর” দাবি করে তামিলনাড়ুর ইমেজ নষ্টের চেষ্টা করা হয়েছে। তিনি এটিকে সংসদের মর্যাদা লঙ্ঘন বলে অভিযোগ করেন।

বিতর্কের মূলে রয়েছে সমগ্র শিক্ষা প্রকল্পের তহবিল ও পিএম-শ্রী, যা জাতীয় শিক্ষানীতি (NEP) বাস্তবায়নের অংশ। ডিএমকে এনইপি-র ত্রি-ভাষা নীতির বিরোধিতা করে, এটিকে তামিলনাড়ুর দুই-ভাষা নীতির (তামিল ও ইংরেজি) ওপর হিন্দি চাপানোর প্রয়াস হিসেবে দেখে। প্রধানের মন্তব্যের পর ডিএমকে সাংসদরা লোকসভায় তীব্র প্রতিবাদ জানান, ফলে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন প্রধানের “অহংকারী” আচরণের নিন্দা করে বলেন, তিনি রাজ্যের মানুষকে অপমান করেছেন। ডিএমকে-র দাবি, কেন্দ্র তহবিলের সঙ্গে এনইপি মেনে নেওয়ার শর্ত জুড়ে চাপ সৃষ্টি করছে। প্রধান একটি আপত্তিকর শব্দ প্রত্যাহার করলেও, বিরোধীরা তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করছে।