শুভেন্দু গড়ে ভাঙন! অরূপের হাত ধরে তৃণমূলে যোগ বিজেপি বিধায়ক তাপসীর

কলকাতা: ফের রাজ্য বিজেপি’তে ধাক্কা৷ জল্পনা মিলে গেল অক্ষরে অক্ষরে৷ শুভেন্দু গড়ে ভাঙন ধরিয়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল৷ সোমবার বিকালে…

short-samachar

কলকাতা: ফের রাজ্য বিজেপি’তে ধাক্কা৷ জল্পনা মিলে গেল অক্ষরে অক্ষরে৷ শুভেন্দু গড়ে ভাঙন ধরিয়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল৷ সোমবার বিকালে তৃণমূল ভবনে দিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘাসফুল শিবিরে যোগ দেন তাপসী৷ সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস৷ তাঁর পাশাপাশি তৃণমূলে যোগ দেন জেলা বিজেপি নেতা শ্যামল মাইতিও।

   

তাপসী মণ্ডল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর কথায়, “৩৪ বছর বাম শাসনের পর বাংলার উন্নয়ন থেমে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নকে পুনরুজ্জীবিত করেছেন। তার নেতৃত্বে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অরূপ বিশ্বাস তাপসী মণ্ডলকে স্বাগত জানিয়ে বলেন, “মমতার নেতৃত্বে বাংলার উন্নয়ন যজ্ঞে অংশ নিতে তাপসী আমাদের দলে যোগ দিয়েছেন।” এদিন বিজেপির বিরুদ্ধে সরব হন শ্যামল মাইতি। তিনি বলেন, “বিজেপি বিভাজনের রাজনীতি করছে, যা বাংলার সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। রাজ্যের শান্তি বজায় রাখতে এবং মানুষের জন্য কাজ করতে আমরা তৃণমূলে যোগ দিয়েছি।”

উল্লেখ্য, ২০২১ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী মণ্ডল। তবে দলের অন্দরমহলে ক্রমশ তিক্ততা বাড়তে থাকে, যার ফলে তিনি তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নেন। বিজেপির শ্রমিক সংগঠনে তাঁর গুরুত্বও কমছিল, যা এই দলবদলের পেছনে মূল কারণ বলে মনে করা হচ্ছে।

তৃণমূলে যোগদান করেই তাপসী ও শ্যামল মাইতি বিজেপির বিরুদ্ধে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছেন।