ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করল ভারতীয় রেল

নতুন নিয়ম ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের তরফে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের (Passengers with Waiting List tickets) জন্য এই নতুন নিয়ম। সংরক্ষিত…

Indian Railways

নতুন নিয়ম ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের তরফে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের (Passengers with Waiting List tickets) জন্য এই নতুন নিয়ম। সংরক্ষিত কোচে অতরিক্ত ভিড়ের সমস্যা দূর করতে এবং সমস্ত যাত্রীদের জন্য আরও আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতেই বানানো হয়েছে এই নিয়ম। এই নিয়ম কার্যকর হয়েছে ১লা মার্চ ২০২৫ থেকে। কী এই নিয়ম? জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে।

ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য নতুন নিয়ম
এতদিন যাত্রীরা (অফলাইনে টিকিট বুক করেছেন) যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা সেই ওয়েটিং টিকিট নিয়েই যাত্রা করতে পারতেন। কারণ এই টিকিট বাতিল করা যেত না। কিন্তু এবার এই নিয়মে বদল। ওয়েটিং টিকিট নিয়ে স্লিপা্র ক্লাস এবং এসি কোচে আর যাত্রা করা যাবেনা। কারণ এটিকে অবৈধ বলে ঘোষণা করেছে ভারতীয় রেল। নতুন নিয়ম অনুযায়ী ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা শুধুমাত্র জেনারেল কোচেই যাত্রা করতে পারবেন।

kolkata24x7-sports-News

   

কঠোর শাস্তি: জরিমানা
নিয়ম লঙ্ঘন করলে রয়েছে জরিমানা। ওয়েটিং টিকিট নিয়ে কোন যাত্রী এসি কোচে যাত্রা করলে তাকে ৪৪০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এছাড়াও ট্রেনটি যে স্টেশন থেকে শুরু হয়েছিল সেখান থেকে পরবর্তী স্টেশনে যাওয়ার ভাড়াও সেই যাত্রীকে দিতে হবে। যারা ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার কোচে যাত্রা করবেন তাদের ২৫০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে এবং পরবর্তী স্টেশন পর্যন্ত টিকিটের ভাড়া।

সিট বরাদ্দ করবে AI
নিয়মে বদল আনা ছাড়াও AI-এর সাহায্যে সিট বরাদ্দ করবে ভারতীয় রেল। এর ফলে টিকিট বুকিং হবে আরও তাড়াতাড়ি এবং আরও দক্ষ। এই নতুন ব্যবস্থাটি ওয়েটিং লিস্টের সমস্যা কমাবে এবং যাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করবে বলে আশা করা হচ্ছে।