Manipur: বুথে হামলা, পুলিশের জিপ উল্টে দিয়ে বাংলার মতো ভোট মণিপুরে

জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তার মাঝে দ্বিতীয় তথা শেষ ধাপের বিধানসভায় ভোটে ফের উত্তপ্ত মণিপুর (Manipur), ঠিক যেন সদ্য হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের পুরভোট চিত্র। বুথ…

Manipur: বুথে হামলা, পুলিশের জিপ উল্টে দিয়ে বাংলার মতো ভোট মণিপুরে

জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তার মাঝে দ্বিতীয় তথা শেষ ধাপের বিধানসভায় ভোটে ফের উত্তপ্ত মণিপুর (Manipur), ঠিক যেন সদ্য হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের পুরভোট চিত্র। বুথ দখল, রিগিং, রাজনৈতিক সংঘর্ষ, পুলিশের জিপ উল্টে দেওয়া পরপর সবই ঘটছে।

Advertisements

মণিপুর বিধানসভা ভোটের প্রথম দফা ছিল বেশ উত্তপ্ত। দ্বিতীয় দফাতেও একই ছবি। সেনাপতি জেলায় হিংসাত্মক পরিবেশ। নিরাপত্তারক্ষীরা অসহায়। এখানে নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) ও নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে ভোট বন্ধ হলো।

   

সেনাপতি জেলার টোবুমাই ভোট কেন্দ্র জুড়ে ভয়াবহ পরিবেশ। সশস্ত্র নাগা সমর্থকদের বিরুদ্ধে নির্দল সমর্থকরাও সামনাসামনি এসেছে। দুপক্ষ পরস্পরকে তাড়া করছে। ভোটাররা ভীত।

Advertisements

দ্বিতীয় দফার ভোটে রাজ্যের ২২টি বিধানসভায় ভোট। যে ছটি জেলায় ভোট তার মধ্যে সেনাপতি জেলায় বারবার জঙ্গি হামলা হয়েছে। নির্বাচন কমিশন প্রতিটি বিধানসভার বুথে কড়া নিরাপত্তা রেখেছে। সেই নিরাপত্তা উড়িয়েই রাজনৈতিক সংঘর্ষের ছবি একরকম পশ্চিমবঙ্গের মতো।

মণিপুরে ক্ষমতাসীন বিজেপির কাছে রাজ্য ধরে রাখার কঠিন পরীক্ষা। প্রার্থী হওয়া নিয়ে বিজেপি তীব্র অম্তর্দলীয় সংঘাতে দেশজোড়া আলোচিত হয়েছিল। বিজেপির কার্যালয়গুলিতে হামলা করে দলীয় সমর্থকরা।