দূরপাল্লার ট্রেন ছাড়তে দেরি হোক বা বাতিল থাকুক, যাত্রী হয়রানি কমাতে খবর আগেভাগে জানিয়ে দেয় ভারতীয় রেল (Indian Railway)। তবে আজ কোন ট্রেন বাতিল বা সময়সূচি বদলের ঘোষণা নয়। বরং খুশির খবর শোনাল রেল। আসন্ন দোল উৎসব উপলক্ষ্যে স্পেশাল ট্রেনের চালানো হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে।
বিশেষ ট্রেন চলাচলের ঘোষণা রেলের (Indian Railway)
দোল উৎসব উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে দক্ষিণ-পূর্ব রেলওয়ে (SER) বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে। রাঁচি-গোরখপুর এবং গোরখপুর-রাঁচি রুটে এই বিশেষ ট্রেন পরিষেবা উপলব্ধ থাকবে, যা যাত্রীদের স্বাচ্ছন্দ্য দেবে এবং দোল উৎসবের যাত্রাকে আরও আনন্দদায়ক করবে।
বিশেষ ট্রেন (০২৮৮৩) রাঁচি-গোরখপুর হোলি স্পেশাল আগামী ১২ মার্চ ২০২৫ তারিখে রাঁচি স্টেশন থেকে রাত ১১:৫৫ মিনিটে যাত্রা শুরু করবে এবং পরের দিন সন্ধ্যা ৭:৫০ মিনিটে গোরখপুর স্টেশনে পৌঁছাবে। (০২৮৮৪) গোরখপুর-রাঁচি হোলি স্পেশাল আগামী ১৪ মার্চ ২০২৫ তারিখে সকাল ১১:০০ টায় গোরখপুর থেকে ছেড়ে যাবে এবং পরের দিন ভোর ৫:৩০ মিনিটে রাঁচি স্টেশনে পৌঁছাবে।
#ser #indianrailways pic.twitter.com/53j5pU8sGV
— South Eastern Railway (@serailwaykol) March 1, 2025
হোলি উপলক্ষ্যে বিপুল সংখ্যক যাত্রীর ভ্রমণের কথা মাথায় রেখে, দক্ষিণ-পূর্ব রেলওয়ে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, অগ্রিম টিকিট বুকিং করে নিতে এবং যাত্রার সময় যথাযথ নিয়ম মেনে চলতে। যাত্রাপথে আরামদায়ক পরিষেবা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ (Indian Railway) পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে। প্রসঙ্গত, এই বিশেষ ট্রেন উৎসবের সময় যাত্রীদের জন্য সুবিধাজনক ভ্রমণ ব্যবস্থা করে দেবে, যা দোল পূর্ণিমার আনন্দকে আরও রঙিন করে তুলবে।