আরজি কর মামলায় আদালতে স্টেটাস রিপোর্ট পেশ, বিস্ফোরক দাবি CBI-এর!

কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্তে অগ্রগতি নিয়ে শিয়ালদা আদালতে আজ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তদন্তের ক্ষেত্রে বৃহত্তর ষড়যন্ত্র,…

কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্তে অগ্রগতি নিয়ে শিয়ালদা আদালতে আজ স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তদন্তের ক্ষেত্রে বৃহত্তর ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট এবং ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগের তদন্ত শেষের দিকে। শীঘ্রই এই বিষয়ে চার্জশিট পেশ করা হবে।

এছাড়াও, সিবিআই রিপোর্টে উল্লেখ করেছে যে, টালা থানার প্রাক্তন আইসির মোবাইল ফোনের সিম এখন ফেরত দেওয়া সম্ভব নয়। কারণ, সেই সিমে থাকা তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিয়ালদা আদালত সিবিআইয়ের এই দাবিকে সমর্থন জানিয়েছে এবং এটি তদন্তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

   

সিবিআই আরও জানিয়েছে, এই কাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতির বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে, যা তদন্তে পরিস্কার হয়ে উঠেছে। সিবিআইর ভাষ্যে, “ঘৃণ্যতম অপরাধটির সঙ্গে জড়িত তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে, যা তদন্তের একটি গুরুত্বপূর্ণ দিক।”

উল্লেখ্য, এই মামলায় একমাত্র ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা কোর্ট৷ তাঁকে যাবজ্জীবন সাজা দিয়েছেন বিচারক অনির্বাণ দাস৷ তবে তাঁর সাজা বিরলের মধ্যে বিরলতম নয় বলেই পর্যবেক্ষণ আদালতের৷ 

এদিকে, আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা বৃহস্পতিবার সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি গিয়েছেন। তাঁদের লাগাতার চাপের মুখে কি সিবিআই আদালতে এই রিপোর্টটি দ্রুত পেশ করেছে, সে নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

উল্লেখযোগ্য যে, আগামী ১৭ মার্চ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে৷ সবার নজর এখন ওই শুনানির দিকেই।