এবারের ইন্ডিয়ান সুপার লিগে নয়া ইতিহাস সৃষ্টি করেছে মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। গত ম্যাচে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে টানা দ্বিতীয়বার আইএসএলের লিগ শিল্ড জয় করেছে কলকাতা ময়দানের এই প্রধান। যা নিয়ে খুশি বাগান সমর্থকরা। তবে শুধুমাত্র শিল্ড নয়। এই ধারা বজায় রেখেই আইএসএল চ্যাম্পিয়ন হতে চান বাগান কোচ জোসে মোলিনা। সেইমতো ফুটবলারদের প্রস্তুত করছেন সবুজ-মেরুন কোচ। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী শনিবার দেশের এই প্রথম ডিভিশন লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোহনবাগান।
মুম্বাইয়ের ফুটবল এরিনায় তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির সঙ্গে। বর্তমানে সুপার সিক্সে নিজেদের নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে চাইবেন লালিয়ানজুয়ালা ছাংতেরা। সেক্ষেত্রে পঞ্চম দল হিসেবে সুপার সিক্সে চলে যাবে গতবারের আইএসএল জয়ীরা। অন্যদিকে, আইএসএলের পয়েন্ট টেবিলের সর্বোচ্চ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে শেষ করতে চলেছে মেরিনার্সরা। বর্তমানে নিয়ম রক্ষার ক্ষেত্রে বাকি দুই ম্যাচ খেলতে হলেও সেগুলিকে হালকাভাবে নিতে নারাজ বাগান কোচ। আসলে গত গোয়া ম্যাচ থেকে মোহনবাগান যে ছন্দে রয়েছে সেটা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য মোলিনার।
Also Read | গ্রেগ স্টুয়ার্ট সম্ভবত আগামী মরসুমে মোহনবাগান ছাড়ছেন না!
তাই ওডিশা ম্যাচের মতো এই ম্যাচকে ও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন দিমিত্রি পেত্রাতোসরা। উল্লেখ্য, এবারের এই ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে দেশের এই বানিজ্য নগরীর ফুটবল ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল মেরিনার্সরা। ঘরের মাঠে সেই ম্যাচে এগিয়ে থেকেও জয় সুনিশ্চিত করতে পারেনি শুভাশিস বসুরা। তিরি ও থায়ের ক্রোমার গোলের দরুন পয়েন্ট ভাগাভাগি করেই সল্টলেক স্টেডিয়াম ছাড়তে হয়েছিল সবুজ-মেরুনকে। সেই হতাশা কাটিয়ে এবার জয় চাইছেন বাগান ফুটবলাররা। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেহতাব সিংকে সম্ভবত দলে পাবে না মুম্বাই সিটি।
যেটা নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ যুক্ত করবে দলের ফুটবলারদের মধ্যে। বর্তমানে দুইটি ম্যাচের জন্য নির্বাসিত রয়েছেন জাতীয় দলের এই তারকা ডিফেন্ডার। সেটা কিছুটা হলেও চাপে ফেলতে পারে পেট্র ক্র্যাটকির ছেলেদের।