বেহালার স্কুলে তুলকালাম, শিক্ষকদের বন্দি ছাত্রদের

বৃহস্পতিবার বেহালা হাইস্কুলে সাংঘাতিক পরিস্থিতির সৃষ্টি হয়। পড়ুয়ারা স্কুলের ভিতরেই শিক্ষকদের আটকে রেখে তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পড়ুয়াদের অভিযোগ, তাঁদের পর্যাপ্ত উপস্থিতি না থাকার কারণে…

behala-school-incident-teachers-hostage-students-protest

বৃহস্পতিবার বেহালা হাইস্কুলে সাংঘাতিক পরিস্থিতির সৃষ্টি হয়। পড়ুয়ারা স্কুলের ভিতরেই শিক্ষকদের আটকে রেখে তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। পড়ুয়াদের অভিযোগ, তাঁদের পর্যাপ্ত উপস্থিতি না থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে দেয়নি। তবে, আন্দোলনকারীরা দাবি করেছেন, তাঁদের সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে। সকলকে পরীক্ষায় বসানোর দাবি জানাচ্ছে তারা।

তাঁদের দাবি, অতীতে উপস্থিতির নির্ধারিত হার অনুসারে পরীক্ষা দেওয়ার অধিকার ছিল। তবে স্কুল কর্তৃপক্ষ তাঁদের উপস্থিতির সমস্যার কথা জানালেও, সঠিক সমাধান দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে, দীর্ঘ আলোচনা শেষে সমাধান সূত্র না মেলায়, পড়ুয়ারা স্কুলে শিক্ষকদের ঘেরাও করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

kolkata24x7-sports-News

   

আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছেন, তারা সবাই একাদশ শ্রেণির সেকেন্ড সেমেস্টারের ছাত্র-ছাত্রী। স্কুলের উপস্থিতির হার চেক করে দেখা যায়, বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার ৫০ শতাংশের নিচে ছিল, যার কারণে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়। তবে, নতুন সিস্টেম অনুযায়ী, উচ্চমাধ্যমিকের সেমেস্টার পরীক্ষা সিস্টেম চালু হচ্ছে, যেখানে একাদশ শ্রেণির নম্বরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এতে আন্দোলনকারীরা আশাবাদী, কিন্তু তাদের দাবি, যতদিন না উপস্থিতির সমস্যার সমাধান হচ্ছে, ততদিন তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়ার অধিকারী।

এক আন্দোলনকারী ছাত্রীর অভিযোগ, “আমার উপস্থিতি ৪০ শতাংশ হয়ে গিয়েছিল। আর কিছুদিন হলে আমি প্রয়োজনীয় উপস্থিতি পূর্ণ করতে পারতাম। তবে ক্লাস টিচার বলেছিলেন, পরীক্ষার আগে আসলে এই সমস্যা সমাধান হবে। কিন্তু স্কুল হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমরা চাই, অন্তত আমাদের একটি সুযোগ দেওয়া হোক।”

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে, শিক্ষকদের আটকে রাখার ঘটনায় স্থানীয়রা নিন্দা জানিয়েছেন। এর আগে ২০ ফেব্রুয়ারি, স্কুল কর্তৃপক্ষ অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বেহালা হাইস্কুলে চলমান এই আন্দোলন বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে এবং এর ফলাফল সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের মধ্যে মতবিরোধ রয়েছে।