ছোটদের ডার্বিতে মশালের আগুন অব্যাহত

এ.আই.এফ.এফ. সাব জুনিয়র লিগ (AIFF Sub Junior League) অনুর্দ্ধ ১৩ তে সোমবার, ২৪ ফেব্রুয়ারী ইস্টবেঙ্গল এফসি মহামেডান এসসি (East Bengal FC vs Mohammedan SC)বিরুদ্ধে মুখোমুখি…

East Bengal FC Coach Oscar Bruzon is Confident on team footballer

এ.আই.এফ.এফ. সাব জুনিয়র লিগ (AIFF Sub Junior League) অনুর্দ্ধ ১৩ তে সোমবার, ২৪ ফেব্রুয়ারী ইস্টবেঙ্গল এফসি মহামেডান এসসি (East Bengal FC vs Mohammedan SC)বিরুদ্ধে মুখোমুখি হয়। বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স-এ অনুষ্ঠিত এই খেলায় লাল-হলুদ বাহিনী ৩-১ গোলে মহামেডানকে পরাজিত করে।ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করেন ওয়ালিদ হোসেন। অন্য গলটি করেন রোহন এস.কে। মহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন রাজ রায়।

খেলা শুরুর ২৪ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন রাজ রায়। তার গোলে প্রথমে এগিয়ে যায় মহামেডান। এরপর ৪০ মিনিটের মাথায় কার্ড খায় রায়। হাফ টাইমের আগে ৪৪ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরায় ইস্টবেঙ্গলের ওয়ালিদ হোসেন। এরপর হাফ টাইমে জোড়া পরিবর্তন করে লাল-হলুদ শিবির। দ্বিতীয়ার্ধর শুরুতে প্রথম পরিবর্তন করে মহামেডান শিবির। রোহান ৫০ মিনিটের মাথায় এবং হোসেন ৫৭ মিনিটের মাথায় দলের শেষ গোলটি করে মহামেডানের সব পথ বন্ধ করে দেয়। এরপর মহামেডান রাজদীপ নঙ্করের জায়গায় বিশালকে মাঠে নামায়। কিন্তু তাতে স্কোরবোর্ডের কোন পরিবর্তন হয়নি।

   

ইস্টবেঙ্গল অনুর্দ্ধ ১৩ কোচ সুরাজ সিং পরপর তিনটি পরিবর্তন আনেন। কিন্তু স্কোরবোর্ড একই থাকে। খেলা শেষের ফলাফল ইস্টবেঙ্গল ৩ মহামেডান এসসি ১।