গত রবিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে এক নতুন ইতিহাস। ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড নির্ণায়ক ম্যাচে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সম্পূর্ণ সময়ের শেষে দিমিত্রি পেত্রাতোসের করা একটিমাত্র গোলেই শিল্ড সুনিশ্চিত করে ফেলে সবুজ-মেরুন ব্রিগেড। যারফলে টানা দুইটি আইএসএল মরসুমে লিগ শিল্ড জয় করল কলকাতা ময়দানের এই প্রধান। সেই নিয়ে যথেষ্ট খুশি আপামর বাগান জনতা। যারফলে আবার ও এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র পেয়ে গেল সবুজ-মেরুন ব্রিগেড।
দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। দলের এই সাফল্যের কিছু সময় পরেই নিজের সোশ্যাল সাইটে একটি আবেগঘন পোস্ট করেন বাগান কর্তা। পাশাপাশি ওডিশা ম্যাচের পর চ্যাম্পিয়ন টি শার্ট পড়ে দলের ফুটবলারদের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকার একটি ছবি ও আপলোড করেন। সেইসাথে তিনি লেখেন, “আজ আমি প্রচন্ড গর্বিত এবং আবেগপ্রবণ। দ্বিতীয়বারের মতো আমরা আইএসএলের লিগ শিল্ড জয় করলাম। বলতে গেলে এটা একটা রেকর্ড ভাঙার মরসুম। একটা সিজনে সর্বাধিক পয়েন্টের পাশাপাশি সবচেয়ে বেশি জয় এসেছে। তাঁর সাথেই রয়েছে ১৪টি ক্লিনশিট। আমাদের এই জয়, এই সকল মুহূর্ত গুলি মোহনবাগানের প্রতি ভালোবাসার প্রমাণ বহন করে।”
আর ও বলেন, “আমাদের দলের সকল ফুটবলাররা সব সময় নিজেদের সেরাটা মাঠের মধ্যে উজাড় করে দিয়েছে। এবং সকল মেরিনার্সরা সব সময় দলের পাশে থেকেছেন। দলের প্রতিটি চড়াই উতরাইয়ের ক্ষেত্রে সমর্থন করেছেন। এই জয় তোমাদের জন্য। ধন্যবাদ মেরিনার্স।” তাঁর এমন টুইট নিঃসন্দেহে মন জয় করেছে আপামর সবুজ-মেরুন জনতার। এবার এই জয়ের ধারা বজায় রেখেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের।
Today, I feel both proud and emotional. The @IndSuperLeague Shield is ours – for the second time in a row!
A record-breaking season – most points in an ISL season, most-ever wins in a season, 14 clean sheets. These victories, these moments, and the unwavering love for… pic.twitter.com/v2TWskVUHa
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) February 23, 2025
আগামী ১লা মার্চ অ্যাওয়ে ম্যাচে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। এই ম্যাচে ও জয় পাওয়ার লক্ষ্য থাকবে শুভাশিস বসু থেকে শুরু করে জেমি ম্যাকলারেনদের।