জয়ের ধারা অব্যাহত রাখল এফসি গোয়া (FC Goa)। শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী হোম ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল থেক্কাথারা পুরুষোথামণের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। পূর্ণ সময়ের শেষে দুই গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে ফেলে সন্দেশ ঝিঙ্গানদের ফুটবল ক্লাব। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে ইকের গ্যারেক্সোনা এবং মহাম্মদ ইয়াসির। এই জয়ের সুবাদে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখল আর্মান্দো সাদিকুরা। যারফলে এখনও বজায় থাকল শিল্ডের আশা।
বর্তমানে দাঁড়িয়ে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ৭ পয়েন্টের পার্থক্য থাকল গোয়া শিবিরের। তবে লড়াইয়ে দল টিকে থাকলেও বাকি তিনটি ম্যাচের মধ্যে আরেকটি ম্যাচে জয় আসলে তাঁদের ধারে কাছে থাকবে না আর কোনও দল। অনায়াসেই শিল্ড চলে যাবে মোহনবাগানের কাছে। তাই আজকের ম্যাচে জয় পেলেও সকলের নজর থাকবে রবিবারের ম্যাচের দিকে। যেখানে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান। শুধুমাত্র মোহনবাগান নয়। জগন্নাথ ধামের এই ফুটবল ক্লাবের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
আসলে আইএসএলের সুপার সিক্সে নিজেদের ধরে রাখতে হলে এই মেঘ থেকে পয়েন্ট সংগ্রহ করতেই হবে দিয়াগো মাউরিসিওদের। অন্যদিকে, নিজেদের ঘরের মাঠে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করার ফলে বাড়তি সুবিধা পেল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। একাদশতম স্থান থেকে এবার নবম স্থানে উঠে আসলো মশাল ব্রিগেড। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে একাদশ তম স্থানে থাকতে হলেও এদিন বিকেলেই শক্তিশালী পাঞ্জাব এফসিকে পরাজিত করে দশম স্থানে উঠে এসেছিল অস্কার ব্রুজনের ছেলেরা।
কিন্তু এবার গোয়ার কাছে আদ্রিয়ান লুনারা পরাজিত হওয়ার ফলে আরও কিছুটা উপরে উঠে আসলো ময়দানের এই প্রধান। তবে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা না থাকলেও ভালো পারফরম্যান্স করেই টুর্নামেন্ট শেষ করতে চান দিমিত্রিওস ডায়মান্তাকসরা।