ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ের থেকে আর এক ধাপ দূরে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। গত অ্যাওয়ে ম্যাচে থেক্কাথারা পুরুষোথামণের কেরালা ব্লাস্টার্সকে পরাজিত করেছে কলকাতা ময়দানের এই প্রধান। অ্যাওয়ে ম্যাচ হলেও তিন পয়েন্ট সুনিশ্চিত করতে খুব একটা সমস্যা হয়নি জোসে মোলিনার ছেলেদের। সেদিন জোড়া গোল করেছিলেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। এছাড়াও পরবর্তীতে দলের হয়ে ব্যবধান বাড়িয়ে যান স্প্যানিশ তারকা আলবার্তো রদ্রিগেজ। সেই নিয়ে যথেষ্ট খুশি সবুজ-মেরুন সমর্থকরা। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৩ শে ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচ খেলতে নামবে মোহনবাগান।
যেখানে তাঁদের লড়াই করতে হবে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার শক্তিশালী ফুটবল ক্লাব ওডিশা এফসির সঙ্গে। এই ম্যাচ জিততে পারলেই বাকি দল গুলির ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে মেরিনার্সরা। অনায়াসেই দ্বিতীয়বার তাঁদের মাথায় উঠবে আইএসএলের লিগ শিল্ড খেতাব। এখন সেদিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। পাশাপাশি এই ম্যাচ জিতেই খেতাব নিশ্চিত করতে চাইছেন বাগান কোচ জোসে মোলিনা। সেইমতো প্রস্তুত করছেন গোটা দলকে। কিন্তু এক্ষেত্রে সকলকে চিন্তায় রেখেছিল ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার চোট। বলাবাহুল্য, গত কয়েক সপ্তাহ ধরেই চোট সমস্যায় ভুগ ছিলেন জাতীয় দলের এই ফুটবলার।
যারফলে শেষ কয়েকটি ম্যাচে মোহনবাগানের জার্সিতে খেলতে পারেননি এই তারকা। তবে সময়ের সাথে সাথেই সুস্থ হয়ে উঠছেন থাপা। যার প্রভাব লক্ষ্য করা যায় সোমবারের অনুশীলনে। বলাবাহুল্য, এদিন প্রথম থেকেই বল পায়ে দলের সঙ্গে অনুশীলন করেন অনিরুদ্ধ থাপা। আগের থেকে অনেকটাই চনমনে হয়ে উঠেছেন তিনি। সেজন্য, সব ঠিকঠাক থাকলে আসন্ন ওডিশা ম্যাচে তাঁকে মাঠে রাখার কথা ভাবতে পারেন সবুজ-মেরুন হেডস্যার। যদিও আগামী কয়েকদিনের অনুশীলনের পরিপ্রেক্ষিতে প্রথম একাদশ সাজানোর কথা ভাবতে পারেন মোলিনা।
অন্যদিকে, পাঞ্জাব ম্যাচ থেকেই চোট সমস্যায় ভুগছিলেন দলের ভরসাযোগ্য ডিফেন্ডার আশিস রাই। স্বাভাবিকভাবেই তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন বাগান কোচ। তবে এবার দলের ফিজিওর তত্ত্বাবধানে রিহ্যাব শুরু করেছেন জাতীয় দলের এই তারকা ফুটবলার। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই মাঠে ফিরবেন তিনি।