নৈহাটির বদলা ব্যারাকপুরে, ডার্বি জিতল ইস্টবেঙ্গল

মধুর বদলা ইস্টবেঙ্গলের। ম ঙ্গলবার ব্যারাকপুরে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) জোনাল পর্বের ফিরতি ডার্বি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল এফসি…

East Bengal vs Mohun Bagan

মধুর বদলা ইস্টবেঙ্গলের। ম ঙ্গলবার ব্যারাকপুরে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) জোনাল পর্বের ফিরতি ডার্বি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল এফসি (East Benga)। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন আরোমল পি এবং শ্যামল বেসরা। মোহনবাগানের হয়ে গোল করেন পাসাং দোরজি তামাং।

   

চলতি বছরে ফুটবলের ডার্বিতে রীতিমতো একাধিপত্য চলছে মোহনবাগানের। সিনিয়র পর্যায় তো বটেই, অনূর্ধ্ব ১৫ বা অনূর্ধ্ব ১৭ পর্যায়েও সবুজ-মেরুনের দাপটে কোণঠাসা ইস্টবেঙ্গল। তারমাঝেই এল এই জয়। এর আগে নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খেলায় ১-০ জিতেছিল মোহনবাগান। ম্যাচে একটি বিতর্কিত পেনাল্টি পেলেও কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল।

সেই ডার্বিতে অবশ্য ইস্টবেঙ্গল খুব খারাপ খেলেনি। প্রথমার্ধে তাদের একটি শট বারে লেগে ফেরে। বলের নিয়ন্ত্রণও অনেকাংশে ছিল তাদের পায়ে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় মোহনবাগান। ডান দিকে সতীর্থের ভাসানো ক্রসে গোল করেন টংসিন সিংহ। তাঁকে মার্ক করার জন্য কেউ ছিলেন না ধারেকাছে।

এর পরেই একটি পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। মুশারফের শট মোহনবাগান বক্সে ‘হাতে’ লাগে রাজ বাসফোরের। রেফারি পেনাল্টি দিলে মোহনবাগানের খেলোয়াড়েরা তাঁকে ঘিরে ধরেন। যদিও সিদ্ধান্তের বদল হয়নি। রিপ্লে-তে দেখা গিয়েছিল, মুশারফের শট বাসফোরের বুকে লেগেছে।

ধারাভাষ্যকারেরাও বলেন, সেটি হ্যান্ডবল দেওয়ার পিছনে কোনও যুক্তি নেই। তবে পেনাল্টি থেকে জোসেফ জাস্টিনের শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যায়। সেই লজ্জা ঘুচল এই ম্যাচে।